বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : আমাদের দৈনন্দিন জীবনের অন্যতম প্রয়োজনীয় টুলস এমএস ওয়ার্ড। অফিস-আদালত কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিনিয়ত ব্যবহার হয়ে থাকে টুলসটি।
এমএস ওয়ার্ড ফাইল পাঠানোর পর প্রাপক চাইলে তথ্য পরিবর্তন করতে পারেন। মাঝে মাঝে এমনিতেও পরিবর্তন হয়ে যায় এমএস ওয়ার্ড ফাইলের তথ্য। তাই পরিবর্তন ঠেকাতে অনেকেই ওয়ার্ড ফাইলকে পিডিএফ ফরম্যাটে রূপান্তর করে বিনিময় করে থাকেন।
কিন্তু পিডিএফ ফাইল খোলার জন্য প্রাপককে সফটওয়্যার ব্যবহার করতে হয়। সমস্যা সমাধানে পিডিএফের বদলে ওয়ার্ড ফাইলের তথ্য ছবিতে রূপান্তর করে বিনিময় করা যায়।
চলুন জেনে নেয়া যাক ওয়ার্ড ফাইলের তথ্য ছবিতে রূপান্তর করার উপায়-
ওয়ার্ড ফাইলে থাকা লেখা ছবিতে রূপান্তরের জন্য প্রথমে এমএস ওয়ার্ডের স্টার্ট মেনুতে প্রবেশ করে Snipping Tool লিখে সার্চ করতে হবে।
টুলটি চালু হলে New বাটনে ক্লিক করে যে লেখাগুলোর স্ক্রিনশট নিতে চান, সেগুলো ফ্রেমের মধ্যে নির্বাচন করতে হবে।
পুরো পাতার স্ক্রিনশট নিতে হলে স্নিপিং টুলের Mode মেনুর পাশে থাকা তীর চিহ্নে Full-screen Snip অপশনে ক্লিক করতে হবে। তবে পছন্দমতো অংশের ছবি নিতে চাইলে Mode থেকে Free-form Snip অপশনে ক্লিক করে মাউসের ডান বোতাম চেপে জায়গা নির্ধারণ করে দিতে হবে।
জায়গা নির্বাচনের পর মাউস পয়েন্টার ছেড়ে দিলেই নতুন উইন্ডোতে স্ক্রিনশট সেভ করার বার্তা দেখা যাবে।
এবার Save as type এর ড্রপডাউন মেনু থেকে JPG ফরম্যাট নির্বাচন করে Save বাটনে ক্লিক করতে হবে।
উপরের ধাপগুলো অনুসরণ করে ওয়ার্ড ফাইলের তথ্য ছবিতে রূপান্তর করে নিতে পারেন সহজে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।