ধামরাইয়ে ২১ দফা দাবিতে ঔষধ কারখানার শ্রমিকদের বিক্ষোভ

আশরাফুল ইসলাম : ঢাকার ধামরাইয়ে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ডিজিএম প্রোডাকশন জাহিদুল ইসলামের পদত্যাগ ও বেতন-ভাতা বৃদ্ধিসহ ২১ দফা দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।

বুধবার (২৮ আগস্ট) সকাল থেকে দিনভর কয়েক হাজার শ্রমিক কারখানার ভিতর এ বিক্ষোভ করে।

শ্রমিক বিক্ষোভের খবর পেয়ে থানা পুলিশ ও সেনাবাহিনীর টহল টিম কারখানার গেটের বাইরে দেখা যায়।

দীর্ঘদিন বেতন-ভাতার বৈষম্য ও স্থায়ী না করা,ছুটিতে হয়রানি বন্ধসহ আরোও অনেক দাবিতে শ্রমিকরা কারখানার ভেতরে বিক্ষোভ করেন ।

বিক্ষোভটি কারখানার ভিতরে থাকায় আইনশৃঙ্খলা বাহিনী গেটের বাহিরে অবস্থান নেয়।এখন পর্যন্ত কোন প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

শ্রমিকরা বলেন, আমরা ডেইলি বেসিকে কাজ করি। হাজিরা দেয় ৩০০ টাকা। এই টাকা দিয়ে ঘরভাড়া, খাবার, বাচ্চার লেখাপড়া কোনো কিছুই ঠিক মতো করাতে পারি না।

শ্রমিকরা আরো বলেন, শুধু বেতন-ভাতার বৈষম্যই নয়,শ্রমিক ইউনিয়ন গঠন করা,নিম্নমানের খাবার দেওয়া, সারা বছর নারী শ্রমিকদের রাত ১০টার পর ছুটি দেওয়া হয়। এতে নারী শ্রমিকরা বিপাকে পড়েন।

নারী শ্রমিকরা বলেন, বি শিফটে কাজ করলে আমাদের ছুটি হয় রাত ১০টার পর, এ সময় বাড়ি ফিরতে আমাদের অনেক ভূগান্তিতে পড়তে হয়।শ্রমিকদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এ বিক্ষোভ চলবে বলেও বিক্ষোভকারীরা জানান।

এ বিষয় কারখানার কর্তৃপক্ষের কোন মন্তব্য পাওয়া যায়নি।