মে মাসে বিদেশ গেছে ৭৭ হাজার ৪২১ জন কর্মী

মে মাসে বিদেশ গেছে ৭৭ হাজার ৪২১ জন কর্মী

জুমবাংলা ডেস্ক : সদ্য বিদায়ী মে মাসে বিদেশে গিয়েছে ৭৭ হাজার ৪২১ জন কর্মী। যা গেল এপ্রিল মাস থেকে ২৫.৫৫ শতাংশ কম। এপ্রিলে বিদেশ গিয়েছিল ১ লক্ষ ৩ হাজার ৯৭৫ জন কর্মী।
মে মাসে বিদেশ গেছে ৭৭ হাজার ৪২১ জন কর্মী
সম্প্রতি জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বা বিএমইটি’র প্রকাশিত পরিসংখ্যানে এই তথ্য উঠে আসে।

পরিসংখ্যানে দেখা যায় গেলো মে মাসে সবচেয়ে বেশি কর্মী গিয়েছে সৌদিতে। দেশটিতে গেল মাসে কর্মী গিয়েছে ৪৫ হাজার ৯১ জন। যা তার আগের মাসের চাইতে ২৭. ৮৮ শতাংশ কম। এপ্রিল মাসে সৌদিতে কর্মী গিয়েছিলো ৬২ হাজার ৫২৭ জন।

দ্বিতীয় অবস্থানে আছে ওমান। গেল মাসে দেশটিতে কর্মী গিয়েছে ১২ হাজার ২৫২ জন। যা তার আগের মাসের চাইতে প্রায় ২০ শতাংশ কম। এপ্রিল মাসে দেশটিতে কর্মী গিয়েছিল ১৫ হাজার ২১৩ জন।

এরপর যথাক্রমে গেল মে মাসে দুবাই গিয়েছে ৬ হাজার ৪৫৭ জন, সিঙ্গাপুরে ৫হাজার ৩২৯ জন, কাতারে ১ হাজার ৫৮০ জন, কুয়েতে ৯৪৫ জন, জর্ডানে ৮১৯ জন, দ. কোরিয়ায় ৩৬৭ জন, লেবাননে ৪৩ জন, সুদানে ২৬ জন এবং মালয়েশিয়ায় ৬ জন। এছাড়াও বিভিন্নভাবে মে মাসে বিদেশে কর্মী গিয়েছে ২ হাজার ৮৪২ জন।

ইলিশ মাছ এখন মধ্যবিত্তের নাগালের বাইরে