রেকর্ড পরিমাণ তুলা উৎপাদনের আশা ভারতে

তুলা

আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছর ভারতের তুলা বপনের পরিমাণ বাড়তে পারে ১৫ শতাংশ, যা যেকোনো সময়ের তুলনায় সর্বোচ্চ। অন্যান্য ফসলের তুলনায় উচ্চমূল্য কৃষকদের তুলা উৎপাদনে প্রলুব্ধ করছে বলে জানান শিল্পসংশ্লিষ্টরা। দেশটিতে তুলার উচ্চ উৎপাদন হার বৈশ্বিক ও অভ্যন্তরীণ দাম কমিয়ে আনতে সাহায্য করবে, যা এরই মধ্যে এশিয়ার পোশাক শিল্পে নেতিবাচক প্রভাব রাখছে। খবর দ্য ইকোনমিক টাইমস।

কটন অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার প্রেসিডেন্ট অতুল গানাত্রা বলেন, গত বছরের তুলনায় চলতি বছর ১৫ শতাংশ বেশি জমিতে তুলা উৎপাদন হতে পারে। অন্যান্য ফসলের তুলনায় তুলা উৎপাদনে বাড়তি লাভ কৃষককে কৃষিপণ্যটি উৎপাদনে আগ্রহী করে তুলছে। কটন অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার প্রত্যাশা অনুযায়ী চলতি বছরে দেশটির পশ্চিমাঞ্চলের রাজ্য গুজরাট ও মহারাষ্ট্রে উৎপাদন এলাকা বাড়বে। ভারতের মোট উৎপাদিত তুলার প্রায় অর্ধেকের জোগান আসে এ রাজ্য দুটি থেকে।

বপন এলাকা ১৫ শতাংশ বৃদ্ধিতে চলতি বছর ভারতের মোট তুলা উৎপাদন এলাকার পরিমাণ দাঁড়াতে পারে ১ কোটি ৩৮ লাখ হেক্টর। গত বছর দেশটির মোট তুলা উৎপাদন এলাকার পরিমাণ ছিল ১ কোটি ২০ লাখ হেক্টর। কয়েক বছরে ভারতের অভ্যন্তরীণ বাজারে তুলার দাম দ্বিগুণের বেশি বেড়েছে। গত বছর ভারি বৃষ্টিপাত তুলা উৎপাদনকে সীমিত করায় পণ্যটির দামে বেশ প্রভাব পড়েছে। একই সময়ে গত এক দশকের সর্বনিম্ন তুলা উৎপাদনের দৃশ্য দেখেছে দেশটি।

গুজরাটের মোরবি এলাকার কৃষক জাগদিশ মাগান বলেন, গত বছর আমি ২১ একর জমিতে তুলা ও ১০ একর জমিতে চীনাবাদাম চাষ করেছি। এখন যেহেতু তুলার দাম ভালো, তাই চলতি বছর পুরো জমিতেই তুলা চাষ করব।

অধিকাংশ ভারতীয় কৃষকই জুনের প্রথম (বর্ষার শুরুতে) দিকে তুলা রোপণ শুরু করে। তবে সেচ সুবিধা আছে এমন কিছু এলাকার কৃষকরা মে মাসেও তুলা রোপণ শুরু করে।

মহারাষ্ট্র, গুজরাট, তেলেঙ্গানা ও রাজস্থানের মতো তুলা উৎপাদনে শীর্ষ রাজ্যগুলোয় তৈলবীজ ও ডাল উৎপাদন অনেকটা সীমিত হয়ে আসবে। কয়েক বছর ধরে ডাল উৎপাদনে কৃষকরা খুব কম লাভবান হচ্ছেন। এমন পরিস্থিতি কৃষকদের অন্যান্য ফসলের তুলনায় তুলা উৎপাদনের দিকে ঝুঁকতে উৎসাহিত করছে। এমনটা জানান মুম্বাইভিত্তিক এক আন্তর্জাতিক ব্যবসায়ী। তিনি বলেন, সাধারণভাবে দেখতে গেলে উৎপাদন এলাকা বাড়ার ফলে ফসলের উৎপাদন উল্লেখিত হারে বাড়া উচিত। তবে তুলা অনেক অঞ্চলে বৃষ্টিনির্ভর ফসল। ফলে বর্ষা মৌসুমে বৃষ্টিপাতের পরিমাণের ওপর ফসলের আকার নির্ভর করে।

ভারতীয় পেঁয়াজের আমদানি বন্ধ, দেশি পেঁয়াজের দখলে হিলির বাজার!