জুমবাংলা ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে ব্যবসা সম্প্রসারণ করতে চায়, এমন বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য একটি ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে।
অন্ট্রাপ্রেনিওরস ক্লাব অব বাংলাদেশ তাদের নিবন্ধিত মেম্বারদের মধ্যে বাছাইকৃত প্রায় ৬০ উদ্যোক্তাকে নিয়ে রাজধানীর গুলশানে এ ওয়ার্কশপের আয়োজন করে।
ওয়ার্কশপ পরিচালনা করেন পেন্টাগন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) ও অন্ট্রাপ্রেনিওরস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট অন্তু করিম।
তিনি বলেন, ‘বাংলাদেশে অনেক মেধাবী উদ্যোক্তা আছেন, তারা চাইলেই নিজেদের পণ্য বা সার্ভিস দুবাইয়ের মাধ্যমে আন্তর্জাতিকভাবে রপ্তানি করতে পারেন। কিন্তু কিছু অসাধু ব্যক্তির কারণে অনেকেই দুবাইতে বিজনেস করতে গিয়ে প্রতারণার শিকার হন। সেটা যেন না হয় সেই লক্ষ্যেই আমাদের এই ওয়ার্কশপ।’
ওয়ার্কশপে আলোচনা করা বিষয়গুলোর মধ্যে ছিল—দুবাইতে ব্যবসার সুযোগ ও সম্ভাবনা, দুবাইয়ের ব্যবসায়িক পরিবেশ, দুবাইতে ব্যবসা শুরু করার পদ্ধতি, দুবাইতে ব্যবসা পরিচালনার নীতিমালা, দুবাইতে ব্যবসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও দুবাইতে ব্যবসায়িক প্রতারণার হাত থেকে রক্ষা।
অনুষ্ঠানের প্রধান অতিথি অন্ট্রাপ্রেনিওরস ক্লাবের ফাউন্ডার মোহাম্মদ শাহরিয়ার খান বলেন, ‘আমাদের উদ্যোক্তারা যেন বিভিন্ন দেশে তাদের ব্যবসাকে সম্প্রসারিত করতে পারেন, সেই উপলক্ষে শুধু দুবাই নয়; থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভারতসহ বিভিন্ন দেশের জন্য অন্ট্রাপ্রেনিওরস ইন্টারন্যাশনাল বিজনেস ডেস্ক নামে একটি সার্ভিস অচিরেই শুরু হতে যাচ্ছে।’
অন্ট্রাপ্রেনিওরস ক্লাবের ইসি কমিটির সভাপতি ড. মোহাম্মদ শাহ আলম চৌধুরী বলেন, ‘আমাদের নিবন্ধিত উদ্যোক্তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য প্রতি মাসে কোনো না কোনো ট্রেনিং থাকবে। আমাদের উদ্যোক্তারা অচিরেই বাংলাদেশসহ বিশ্বের মানচিত্রে নিজেদের একটি অবস্থান তৈরি করতে পারবেন।’
ক্লাবের ইসি কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব রুহুল ঘোষ বলেন, ‘আমরা আমাদের উদ্যোক্তাদের জন্য একটি শক্তিশালী প্রশিক্ষণ প্রোগ্রাম তৈরি করতে চাই। এই প্রোগ্রামটি তাদের ব্যবসায়িক দক্ষতা এবং জ্ঞান উন্নত করতে সাহায্য করবে। আমরা বিশ্বাস করি যে এই প্রশিক্ষণ আমাদের উদ্যোক্তাদের তাদের লক্ষ্য অর্জনে সহায়তা করবে।’
শিডিউল না পাওয়ায় শাকিব খানের বিরুদ্ধে প্রযোজকের মামলার প্রস্তুতি
ওয়ার্কশপে আরও উপস্থিত ছিলেন ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক আরেফিন দিপু, জনসংযোগ সম্পাদক রাবেয়া খাতুন লাকি , ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারি অরুপা দত্ত, পরিচালক খাইরুল আলম লিমন ছাড়াও ক্লাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।