বিশ্বের ৮০ শতাংশ ক্ষুধার্ত মানুষই এখন গাজায় : জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক : টানা ১০৪ দিন ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর বর্বর এই হামলার চরম মানবিক সংকট সৃষ্টি হয়েছে অবরুদ্ধ ওই উপত্যকায়। বোমাবর্ষণের কারণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো গাজা। একইভাবে পাল্লা দিয়ে বাড়ছে ক্ষুধার্ত মানুষের তালিকা।

জাতিসংঘ

জাতিসংঘ জানিয়েছে, বর্তমানে বিশ্বের ৮০ শতাংশ ক্ষুধার্ত মানুষই এখন গাজার বাসিন্দা। দেশটির উপকূলীয় অঞ্চলে ২৩ লাখ মানুষের বসবাস, যারা দুর্ভিক্ষ ও বিপর্যয়কর ক্ষুধার মুখোমুখি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে।

জাতিসংঘের বিশেষজ্ঞরা বলছেন, গাজার প্রত্যেক মানুষই এখন ক্ষুধার্ত। তাদের মধ্যে চার ভাগের একভাগ মানুষ অনাহারে রয়েছেন।

তাপমাত্রা যেদিন থেকে আরও কমবে, বাড়বে শীত

বিশেষজ্ঞরা আরও জানান, সেখানে পাঁচ বছরের নিচে তিন লাখ ৩৫ হাজার শিশু রয়েছে, যারা অপুষ্টিতে ভুগছে। উপত্যাকাজুড়ে ক্ষুধার্তদের সংখ্যা বেড়েই চলেছে। এতে পুরো একটি জেনারেশন অপুষ্টির ঝুঁকিতে পড়তে যাচ্ছে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সূত্র: আরব নিউজ