পৃথিবীর একমাত্র সাপ এটি, যারা নিজেরা বাসা বানিয়ে থাকে

সাপ

লাইফস্টাইল ডেস্ক : পৃথিবীজুড়ে সাপের প্রজাতির সংখ্যা অসংখ্য। তাদের থাকার জায়গা গর্ত। বাসা তারা বাঁধে না। একটি মাত্র সাপ আছে যারা বাসা বানায়। তাদের দেখা মেলে এদেশেই। সাপ নামক প্রাণিটি কখনওই মানুষের খুব বন্ধু ছিলনা। বরং পৃথিবীজুড়ে বহু মানুষের প্রাণ কেড়ে নিয়েছে সাপ।

সাপ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী পৃথিবীজুড়ে প্রতিবছর প্রায় ৫০ লক্ষ মানুষকে সাপে কাটে। যার মধ্যে সাপে কাটায় মৃত্যু হয় ৮১ হাজার থেকে ১ লক্ষ ৩৪ হাজার মানুষের। এছাড়া প্রতিবছর প্রায় ৪ লক্ষ মানুষের শরীরের অঙ্গচ্ছেদ করতে হয় সাপে কাটায়।

এমন এক ভয়ংকর প্রাণি কিন্তু ভারতে প্রচুর রয়েছে। পশ্চিমবঙ্গেও সাপের সংখ্যা অসংখ্য। সাপেরা তাদের বাসস্থান হিসাবে বেছে নেয় মাটির তলার গর্তকে।

গর্ত পেলে সেখানে সাপ আস্তানা তৈরি করে। সেখানেই ডিমও পাড়ে। কিন্তু পৃথিবীতে একটিমাত্র সাপ আছে যারা যত্ন করে বাসা বানায়। সেই বাসায় ডিম পাড়ে এবং সারা দিনরাত এক করে পাহারা দেয় সেই ডিম।

এই সাপটি এতটাই বিষাক্ত যে তার একটা ছোবল কেড়ে নিতে পারে যে কোনও মানুষের প্রাণ। সেই অতি বিষধর সাপটি কিন্তু বাসা বানায়। তবে বাসাটা বানায় কেবল স্ত্রী সাপ এবং তাও সে অন্তঃসত্ত্বা হলে।

সাপটি হল কিং কোবরা। এই কিং কোবরা ভারতে প্রচুর পাওয়া যায়। বাসা বানানোর জন্য গাছের তলাই তাদের বেশি পছন্দের। সেখানে পড়ে থাকা পচা পাতা ও ডালপালার স্তূপ তৈরি করতে থাকে তারা।

সবুজ শাড়ির ফাঁকে উঁকি দিচ্ছে নাভি, নেট দুনিয়ায় ঝড় তুললো পল্লবী শর্মা

এই স্তূপ বেশ উঁচু হলে তার মধ্যে ঢুকে ডিম পাড়ে কিং কোবরা। তারপর ওপরটা চাপা দিয়ে তার ওপর বসে থাকে পাহারায়। এই ঢিবির মধ্যেই ডিম ফুটে এক সময় শিশু কিং কোবরার জন্ম হয়।