বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : পৃথিবীর দিকে ধেয়ে আসছে সর্বনাশ! এমনটাই ইঙ্গিত দিয়েছে আন্তর্জাতিক মহাকাশ গবেষণা সংস্থা নাসা। পৃথিবীর কক্ষপথের দিকে ধেয়ে আসছে বিশাল আকারের একটি গ্রহাণু। তবে এতে পৃথিবীর কতটা ক্ষতি হবে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে পারেনি মহাকাশ গবেষণা সংস্থা।

সূত্র মারফত জানা গিয়েছে যে এই বিরাট আকারের গ্রহাণু দ্রুত বেগে এগিয়ে আসছে। এই গ্রহানুর নাম 199145 (2005 YY128)। এই গ্রহানুটি প্রায় এক কিলোমিটার চওড়া। আগামী সপ্তাহের মধ্যেই এই গ্রহাণুটি পৃথিবীর কক্ষপথের কাছাকাছি চলে আসবে।
নাসা সূত্রে জানা গিয়েছে, আগামী ১৬ ফেব্রুয়ারির মধ্যে গ্রহাণুটি পৃথিবীর ৪.৫ মিলিয়ন কিলোমিটার এর কাছাকাছি চলে আসবে। এই গ্রহাণুটি ১৮৭০ থেকে ৪২৬৫ ফুট চওড়া হতে পারে। তবে এর জন্য কি ক্ষতি হবে পৃথিবীর? গ্রহাণুটি কি সংঘর্ষ করবে কক্ষপথে? কি বলছে নাসা?
এই প্রসঙ্গে আন্তর্জাতিক মহাকাশ গবেষণা সংস্থা নাসা স্পষ্ট জানিয়েছে যে আপাতত আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এই পাথরের থেকে বড় পরিমান ক্ষতি হওয়ার তেমন কোন সম্ভাবনা নেই। আপাতত হিসাব অনুযায়ী এই গ্রহাণুটি পৃথিবীর থেকে অনেক দূর দিয়েই চলে যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



