বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে যে নজির গড়লেন রাজা

নজির গড়লেন রাজা

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে টানা সেঞ্চুরি করার মধ্য দিয়ে অনন্য নজির গড়লেন সিকান্দার রাজা।

নজির গড়লেন রাজা

হারারে স্পোর্টস ক্লাব মাঠে টানা দুই ম্যাচে পাঁচ নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে সেঞ্চুরি করে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে নজির গড়লেন রাজা।

রোববার সিকান্দার রাজা যখন ব্যাটিংয়ে নামেন তখন জিম্বাবুয়ের সংগ্রহ ছিল ৩ উইকেটে ২৭ রান। সেই চাপ সামলে ১২৭ বলে ৮টি চার আর ৪টি ছক্কার সাহায্যে অপরাজিত ১১৭ রান করেন রাজা।

সিকান্দার রাজা এবং অধিনায়ক রাজিস চাকাভার জোড়া সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশের বিপক্ষে ২৯১ রান তাড়ায় ৫ উইকেটের জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ।

এর আগে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৩০৪ রানের টার্গেট তাড়ায় ১০৯ বলে ৮টি চার আর ৬টি ছক্কার সাহায্যে অপরাজিত ১৩৫ রানের ইনিংস খেলে দলকে জয় উপহার দেন সিকান্দার রাজা।

সৌন্দর্য্যে অভিনেত্রীদেরও টেক্কা দেবেন গোবিন্দার মেয়ে

বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে কোনো একটি এক দিনের সিরিজে ব্যাটিং অর্ডারের পাঁচ বা তার নিচে নেমে একাধিক শতরান করলেন রাজা। দুই ম্যাচেই তিনি সেঞ্চুরি করেছেন, তাকে আউট করতে পারেননি বাংলাদেশের বোলাররা। এমন নজির বিশ্ব ক্রিকেটে আর নেই।