আন্তর্জাতিক ডেস্ক : প্রবাসী আয়ের শীর্ষ পাঁচ দেশের তালিকা প্রকাশ করেছে বিশ্বব্যাংক। বুধবার (২০ ডিসেম্বর) ভারতের হায়দারাবাদভিত্তিক গণমাধ্যম সিয়াসত ডেইলির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর প্রবাসী আয়ের শীর্ষে রয়েছে পাঁচ দেশ। তারা হলো ভারত, মেক্সিকো, চীন, ফিলিপাইন ও মিসর। তাদের প্রাপ্ত রেমিটেন্স হলো, ভারত (১২৫ বিলিয়ন মার্কিন ডলার), মেক্সিকো (৬৭ বিলিয়ন মার্কিন ডলার), চীন (৫০ বিলিয়ন মার্কিন ডলার), ফিলিপাইন (৪০ বিলিয়ন মার্কিন), মিসর (২৪ বিলিয়ন মার্কিন ডলার)।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, ২০২৩ সালে সর্বাধিক প্রবাসী আয় পেয়েছে ভারত। বিভিন্ন দেশের সাথে দ্বিপক্ষীয় বাণিজ্যিক চুক্তির ফলে তাদের এই আয় হয়। এ বছর সর্বমোট ১২৫ বিলিয়ন মার্কিন ডলার পাবে বলে আশা করা হয়েছে।
‘শ্রীলেখাকে দেখতে হুবহু কুকুরের মতো’, ভক্তের মন্তব্যে যা বললেন অভিনেত্রী
প্রতিবেদনে আরো বলা হয়েছে, বিশ্বব্যাংকের সর্বশেষ মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ব্রিফিংয়ে বলা হয়েছে, এতে ভারতের রেমিটেন্স সংগ্রহ ১৪ বিলিয়ন মার্কিন ডলার বৃদ্ধি পাবে। এটি দক্ষিণ এশীয় রেমিটেন্সে ভারতের অংশ ৬৩ শতাংশ থেকে ৬৬ শতাংশে উন্নীত করবে।
সূত্র : সিয়াসত ডেইলি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।