বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : চাঁদের মাটি বা পাথর পরীক্ষার কাজ দীর্ঘদিন ধরেই চলছে। সেই পরীক্ষার সময় চাঁদের মাটির সঙ্গে এমন একটি শিলার অস্তিত্ব দেখতে পান বিজ্ঞানীরা।
এমন শিলা যে চাঁদের মাটিতে পাওয়া যাবে তা ভাবতেও পারেননি বিজ্ঞানীরা। কিন্তু পাওয়া গেল। অ্যাপোলো ১৪ মিশন থেকে পাওয়া একটি শিলাখণ্ড পরীক্ষা করে চমকে গেছেন বিজ্ঞানীরা। পৃথিবীতে যেমন শিলা সহজে মেলে তেমন শিলা চাঁদে পাওয়া যাওয়াটা অস্বাভাবিক বলে মনে করছেন তাঁরা।
বিজ্ঞানীদের ব্যাখ্যা প্রায় ৪ বিলিয়ন বছর আগে পৃথিবীর সঙ্গে একটি গ্রহাণু বা একটি ধূমকেতুর সংঘর্ষ হয়। তখন পৃথিবীর একটি টুকরো গিয়ে পড়ে চাঁদে। কারণ বর্তমানে চাঁদ পৃথিবী থেকে যত দূরে আছে সে সময় তা ছিলনা। বরং তা পৃথিবীর ৩ গুণ কাছে ছিল।
চন্দ্রাভিযান থেকে সংগৃহীত চাঁদের মাটি বা পাথর পরীক্ষার কাজ দীর্ঘদিন ধরেই চলছে। সেই পরীক্ষার সময় চাঁদের মাটির সঙ্গে এমন একটি শিলার অস্তিত্ব দেখতে পান বিজ্ঞানীরা।
তবে পৃথিবীর ভাঙা টুকরো চাঁদের গিয়ে পড়ার পাশাপাশি আরও একটি তত্ত্বও উড়িয়ে দিচ্ছেননা বিজ্ঞানীরা। তাঁদের কারও মতে, এমন নাও হতে পারে যে ওই শিলাখণ্ডটি কোনও পার্থিব বস্তু। বরং এমনও হতে পারে যে সেটি চাঁদেই জমাট বেঁধে এমন পাথরের চেহারা নিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।