আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের ধনী ব্যক্তিদের গল্পে আগ্রহ কমবেশি সবারই আছে, তাদের অঢেল সম্পদ বিস্মিত করে সবাইকেই। বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের মোট সম্পদ অনেক দেশের মোট বাজেটের থেকেও বেশি। এত সম্পদের মালিকরা কীভাবে তাদের জীবন শুরু করেছেন, তাদের জীবেনের প্রথম পেশা কী ছিল, তা নিয়ে কৌতূহলের শেষ নেই। এই ধনী, সফল ব্যক্তিরা কীভাবে তাদের কর্মজীবন শুরু করেছিলেন তা নিচে তুলে ধরা হলো।
ইলন মাস্ক
বিশ্বের অন্যতম আলোচিত-সমালোচিত ধনী ব্যক্তি হলেন টেসলা এবং স্পেস এক্সের প্রধান ইলন মাস্ক। ১৯৭ দশমিক ৭ বিলিয়ন ডলার এর মালিক মাস্ক তার নানান কর্মকাণ্ডের জন্য প্রায়ই আলোচনায় থাকেন
ইলন মাস্কের পেশাজীবন শুরু হয়েছিল কৃষিকাজ দিয়ে। কানাডায় কাজিনের কৃষি খামারে মটরদানাসহ বিভিন্ন শস্যের চাষাবাদ করতেন তিনি।
বার্নার্ড আরনল্ট
বিলাসবহুল ব্র্যান্ড এলভিএমএইচ বা লুই ভিতোর প্রধান নির্বাহী বার্নার্ড আর্নল্ট। তার মোট সম্পদের পরিমাণ ১৯৪ বিলিয়ন ডলার। তিনি বর্তমানে বিশ্বের অন্যতম একজন শীর্ষ ধনী ব্যক্তি। বার্নার্ড আর্নল্টের পেশাজীবন শুরু হয়েছিল ১৯৭১ সালে পড়াশুনা শেষ করার পর তার বাবার প্রতিষ্ঠিত রিয়্যাল এস্টেট কোম্পানি ফেরেট স্যাভিনেলে।
জেফ বেজোস
অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ১৯৮০ সালে ১৬ বছর বয়সে ম্যাকডোনাল্ডস কর্পোরেশনে বার্গার ফ্রাইং-এ একটি গ্রীষ্মকালীন চাকরি পেয়েছিলেন। গ্রিল অপারেটর হিসেবে সেখানে খাবারের রন্ধনপ্রক্রিয়া, পরিবেশন ইত্যাদি বিষয় দেখভাল করতেন তিনি। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ ১৯৮ বিলিয়ন ডলার
ওয়ারেন বাফেট
ছয় বছর বয়সে আঠা বিক্রি করার মাধ্যমে কর্মজীবন শুরু করেন ওয়ারেন বাফেট। ১৩ বছর বয়সে তিনি পত্রিকা বিলি করার চাকরি পান। তার সম্পদের পরিমাণ ১৩৬ দশমিক ৩ বিলিয়ন ডলার।
অপরাহ উইনফ্রে
মুদি দোকান ক্লার্ক হিসেবে কর্মজীবন শুরু করেন ৩ বিলিয়ন ডলার মালিক এবং জনপ্রিয় উপস্থাপিকা অপরাহ উইনফ্রে।
বিল গেটস
মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের কর্মজীবন শুর হয় হাই স্কুলে থাকাকালীন সময় একজন কম্পিউটার প্রোগ্রামার হিসেবে। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ ১২৬ বিলিয়ন ডলার।
স্টিভ জবস
অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস কে চিনেন না এমন মানুষের সংখ্যা কমই হবে। তার পেশাজীবন শুরু হয়েছিল এইচপিতে একটি গ্রীষ্মকালীন চাকরির মাধ্যমে।
মার্ক জুকারবার্গ
২০০৪ সালে মাত্র ১৯ বছর বয়সে নিজের ওয়েবসাইটের জন্য কোডিং এর মাধ্যমেই নিজের পেশা জীবন শুরু করেছিলেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।