আন্তর্জাতিক ডেস্ক : ক্যাম্বোডিয়ার মেকং নদীতে ৩০০ কেজি ওজনের একটি স্টিংরে মাছ ধরা পড়েছে। এ যাবৎকালে বিশ্বে এটিই সবচেয়ে বড় স্বাদুপানির মাছ বলে অভিমত বিজ্ঞানীদের। এই মাছ ২০০৫ সালে থাইল্যান্ডে ধরা পড়া ২৯৩ কেজি ওজনের দানবীয় ক্যাটফিশের অতীত রেকর্ড ভেঙে দিয়েছে।
প্রায় এক ডজন মানুষ স্টিংরে মাছটিকে টেনে পাড়ে নিয়ে আসে।এরপর মাছটির গতিবিধি এবং আচরণ পর্যবেক্ষণের জন্য এটির গায়ে একটি বৈদ্যুতিক ট্যাগ লাগিয়ে দিয়ে সেটিকে আবার পানিতে ছেড়ে দেওয়া হয়।
ইউএসএইড পরিচালিত “ওয়ানডারস অব দ্য মেকং’ সংরক্ষণ প্রকল্পের প্রধান জীববিজ্ঞানী জেব হোগান এই মাছের সন্ধান পাওয়াকে ‘দারুণ খবর’ মন্তব্য করে বলেছেন, “কারণ, এটি বিশ্বের সবচেয়ে বড় মাছ।”
তিনি বলেন, “ছয়টি মহাদেশের নদী, হ্রদে দানবীয় মাছ নিয়ে ২০ বছরের গবেষণায় পাওয়া এটিই বিশ্বের এ যযাবৎকালের সবচেয়ে বড় স্বাদুপানির মাছ।“
“আর এই মাছ এখানে পাওয়ার মানে হচ্ছে, মেকং নদীর এই অংশ এখনও জীববৈচিত্র্যের জন্য উপযোগী রয়েছে। এতবড় মাছটি এখনও এখানে বাস করতে পারছে এ এক আশার লক্ষণ।”
গত ১৩ জুন কোহ প্রিয়া দ্বীপের এক স্থানীয় জেলে বিরাটাকার এই স্টিং রে মাছ পাওয়ার কথা গবেষকদেরকে জানান। মাছটি ছিল ৩ দশমিক ৯৮ মিটার লম্বা এবং ২ দশমিক ২ মিটার চওড়া।
নিতম্বের উপরে দেখা যাচ্ছে ট্যাটু, কালো বিকিনিতে ভাইরাল মালাইকা
স্থানীয় খেমার ভাষায় মাছটিকে বলা হচ্ছে ‘বোরামি’; যার অর্থ হচ্ছে পূর্ণ চাঁদ। এই স্ট্রিংরে একটি বিরল এবং বিপন্ন প্রজাতির মাছ। এবারেরটা নিয়ে গত মে মাস থেকে দুটো স্টিংরে মাছ পরীক্ষা করে দেখলেন গবেষকরা। আগের স্টিংরে মাছটির ওজন ছিল ১৮১ কেজি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।