আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সবচেয়ে দামি গরুর তালিকায় নতুন রেকর্ড তৈরি করেছে ‘ভিয়াতিনা ১৯’। এই গরুটির দাম এতটাই বেশি যে শুনলে অবিশ্বাস্য লাগতে পারে!
নেল্লোর প্রজাতির বিরল গরু
গরুটির সঙ্গে ভারতের বিশেষ যোগ রয়েছে। এটি ভারতের নেল্লোর প্রজাতির গরু, যা বিক্রি হয়েছে ব্রাজিলে। ভিয়াতিনা ১৯ নামের এই গরুটির বয়স ৫৩ মাস এবং এর গায়ের রং ধবধবে সাদা। বিশেষ বৈশিষ্ট্য হিসেবে রয়েছে ঝুলন্ত চামড়া ও পিঠে বিশাল কুঁজ, যা একে অন্যান্য গরুর থেকে আলাদা করে তুলেছে।
বিশাল আকৃতির কারণে নজরকাড়া
ভিয়াতিনা ১৯-এর ওজন ১,১০১ কেজি! তার বিশাল চেহারা ও আকর্ষণীয় গঠন সহজেই যে কারও দৃষ্টি আকর্ষণ করবে। শুধু তাই নয়, এই গরু ইতিমধ্যেই বিশ্বচ্যাম্পিয়নের খেতাব অর্জন করেছে।
রেকর্ড মূল্যে বিক্রি!
এতসব বিশেষ বৈশিষ্ট্যের জন্য ভিয়াতিনা ১৯ বিক্রি হয়েছে ৪০ কোটি টাকায়! এত দামে আগে কখনও কোনও গরু বিক্রি হয়নি, যা এটিকে বিশ্বের সবচেয়ে দামি গরুর মর্যাদা দিয়েছে।
বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দু
এই নজিরবিহীন দামের কারণে ভিয়াতিনা ১৯ এখন বিশ্বব্যাপী আলোচনার বিষয়। কেবল দাম নয়, তার অনন্য রূপও মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।