আন্তর্জাতিক ডেস্ক : কেউ যদি আপনার শ্বাস ধরে রাখতে বলে, আপনি কতক্ষণ তা পারবেন? সর্বোচ্চ ৩ মিনিট। তবে বিশ্বের এমন একটি সম্প্রদায় রয়েছে যারা সহজেই ১৩ মিনিটের জন্য শ্বাস আটকে রাখতে পারে। সমুদ্রের মধ্যে এই সম্প্রদায়ের মানুষ গড়ে তুলেছে তাদের বাসস্থান। মাছ ধরার জন্য তারা অক্সিজেন সিলিন্ডার ছাড়াই সমুদ্রে ২০০ ফুট গভীরে যায় এবং তারপর বর্শার সাহায্যে মাছ শিকার করে ফিরে আসে।
বিশ্বের এই অদ্ভুত জাতি বাজাউ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। তারা ফিলিপাইনসের আশেপাশের সামুদ্রিক এলাকায় বসবাস করে। জানা গেছে, কয়েকশো বছর আগে ফিলিপাইনসের মানুষ তাদের দেশ থেকে বিতাড়িত করেছিল। এরপর তারা নৌকা বানিয়ে সাগরের মধ্যে বসবাস করা শুরু করে। ইন্টারনেট, মোবাইল, জাহাজ, রাস্তার মতো আধুনিক বিশ্বের সাথে এই মানুষগুলোর কোনো সম্পর্ক নেই। সমুদ্রের ওপর নির্ভর করে তাদের জীবন অতিবাহিত করে এবং তারা খুবই কম স্থলে আসে।
মাছ ধরার জন্য তারা অক্সিজেন সিলিন্ডার ছাড়াই প্রায় ২০০ ফুট সমুদ্রের গভীরে পৌঁছে যায় এবং তারপর সেখানে লুকিয়ে থাকা মাছ ও অন্যান্য সামুদ্রিক প্রাণীদের শিকার করে নিয়ে আসে। এই সময় তারা সহজেই ৫ থেকে ১৩ মিনিটের জন্য তাদের শ্বাস আটকে রাখতে পারে। এই সম্প্রদায়ের মানুষের কোনো নাগরিকত্ব নেই। তারা নৌকায় থাকে এবং সমুদ্রের মাঝ বরাবর চলাফেরা করে। তাদের ছেলেমেয়েরাও বড় হওয়ার সাথে সাথে সাঁতার এবং মাছ ধরার কৌশলগুলি শিখে ফেলে।
খোলামেলা পোশাক পড়ে সুইমিংপুলে ঋতাভরী চক্রবর্তী, মুহূর্তে তুমুল ভাইরাল
অক্সিজেন সিলিন্ডার ছাড়া এই সম্প্রদায় মানুষ জলে বাস করে কিভাবে এই নিয়ে বিজ্ঞানীরা চমকপ্রদ তথ্য দিয়েছেন। সাধারণ মানুষের তুলনায় এদের প্লিহার আকার ৫০ শতাংশ বেশি, যা লোহিত রক্তকণিকা পুনঃব্যবহার করে আর এই কারণে তারা একবার অক্সিজেন টানলে তারা এটিকে দীর্ঘ সময় ধরে শরীরে রেখে ব্যবহার করতে সক্ষম হয়। এই কারণে সাধারণ মানুষ সাগরের ডুব দিলে হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে, কিন্তু এসব মানুষের কিছুই হয় না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।