বিনোদন ডেস্ক : পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী ব্রিটিশ অভিনেত্রী জোডি কোমার। ১০ জনের এই তালিকায় ভারত থেকে একজন জায়গা পেয়েছেন; আর তিনি হলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। গণিতের হিসাব এ কথা বলছে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ইয়াহু ডটকম।
প্রাচীন গ্রিক গণিত অনুসারে সৌন্দর্য পরিমাপ পদ্ধতি ‘গোল্ডেন রেশিও অব বিউটি ফাই স্ট্যান্ডার্ড’। এই পদ্ধতি অনুসারে সবাইকে ছাড়িয়ে গেছেন জোডি কোমার। গোল্ডেন রেশিও মাপ অনুযায়ী ২৯ বছর বয়সি এই অভিনেত্রীর চেহারা ৯৪.৫২ শতাংশ নিখুঁত।
সারা পৃথিবী থেকে ১০ জনকে নির্বাচন করা হয়েছে। এ তালিকায় নবম স্থানে রয়েছেন দীপিকা পাড়ুকোন। গোল্ডেন রেশিও মাপ অনুযায়ী ৩৬ বছর বয়সি এই অভিনেত্রীর চেহারা ৯১.২২ শতাংশ নিখুঁত।
এ তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছেন মার্কিন অভিনেত্রী জেন্ডায়া (৯৪.৩৭) , তৃতীয় বেলা হাদিদ (৯৪.৩৫), চতুথ বিয়ন্সে (৯২.৪৪), পঞ্চম স্থানে রয়েছেন মার্কিন গায়িকা-অভিনেত্রী আরিয়ানা গ্রান্ডে (৯১.৮১), ৬ষ্ঠ স্থানে টেইলর সুইফট (৯১.৬৪), সপ্তম জার্ডান ডান (৯১.৩৯), অষ্টম ও দশম স্থানে যথাক্রমে কিম কার্দাশিয়ান (৯১.২৮), জাং হো-ইয়ন (৮৯.৬৩)।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।