জুমবাংলা ডেস্ক : আগামী তিন বছরে বাংলাদেশকে প্রতি বছর তিন বিলিয়ন মার্কিন ডলার করে সহায়তা দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক।
সোমবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক বৈঠকে এই প্রতিশ্রুতি দেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের নবনিযুক্ত ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট। তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় ভুটানের নতুন বিভাগীয় পরিচালক জিন পেসমও উপস্থিত ছিলেন।
বৈঠকে জোহানেস জুট বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রতি বিশ্বব্যাংকের দৃঢ় সমর্থনের কথা জানান এবং অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত অর্থনৈতিক সংস্কারের প্রশংসা করেন। তিনি বলেন, “ভালো কাজ করার জন্য আপনাকে এবং আপনার অসাধারণ দলকে ধন্যবাদ। বিশেষত আর্থিক খাতের কঠিন সব চ্যালেঞ্জ মোকাবেলায় আপনারা প্রশংসনীয় ভূমিকা রেখেছেন।”
বাংলাদেশের প্রতি তার ব্যক্তিগত ভালোবাসা ও আগ্রহ প্রকাশ করে জুট স্মরণ করেন, ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ, ভুটান ও নেপালের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
বিশ্বব্যাংকের এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “আমরা আমাদের সহযোগিতার পথ চলা অব্যাহত রাখতে চাই এবং বাংলাদেশের জনগণের উন্নয়ন প্রত্যাশাকে ভাগ করে নিতে প্রস্তুত।”
তিনি ২০২৪ সালের জুলাই মাসে আন্দোলনে নিহত শিক্ষার্থীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং ঘটনাটিকে “বাংলাদেশের সঙ্গে যুক্ত সকলের জন্য একটি অত্যন্ত মর্মস্পর্শী মুহূর্ত” হিসেবে উল্লেখ করেন।
নারীর ক্ষমতায়নে অধ্যাপক ইউনূসের অবদানের প্রশংসা করে জোহানেস জুট বলেন, “আমরা আপনার পাশে আছি। বিশ্বব্যাংকের সহায়তায় বাংলাদেশে পরিচালিত নারী শিক্ষা উপবৃত্তি কর্মসূচি এখন অনেক দেশের আদর্শ হয়ে উঠেছে।”
যুবসমাজের জন্য সুযোগ সৃষ্টি এবং ভবিষ্যৎ উন্নয়নের ক্ষেত্রে বিশ্বব্যাংক বাংলাদেশের পাশে থাকবে বলে জানান তিনি। একইসঙ্গে তিনি বলেন, গত অর্থবছরে বিশ্বব্যাংক বাংলাদেশে ৩ বিলিয়ন ডলারেরও বেশি অর্থায়ন করেছে এবং পরবর্তী তিন বছরেও প্রতি বছর এই পরিমাণ অর্থায়ন অব্যাহত রাখার অঙ্গীকার করেছে।
তথ্যসূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।