বিশ্বকাপে এই প্রথম এমন ঘটনার শিকার হলেন কোহলি

বিরাট কোহলি

স্পোর্টস ডেস্ক : এবার নিয়ে বিশ্বকাপে চতুর্থ আসর খেলছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। প্রথমবার খেলেছিলেন ২০১১ সালে। সেবার বিশ্বকাপ জয় করেছিলো ভারত। এরপর গত একযুগে বিশ্বকাপে যত ম্যাচ খেলেছেন ভারতীয় এই ব্যাটার- একবারও শূন্য রানে আউট হননি।

বিরাট কোহলি

কিন্তু রোববার সেই স্বাদটিও নিয়ে নিলেন তিনি। এই প্রথম বিশ্বকাপে ডাক মারলেন ভারতীয় ব্যাটার। রীতিমত ৯টি বল খেলে কোনো রান না করে ডেভিড উইলির বলে বেন স্টোকসের হাতে ক্যাচ দিয়ে ফিরে যেতে হয়েছে বিরাট কোহলিকে।

এবারের বিশ্বকাপের প্রথম পাঁচ ম্যাচে কোহলি করেছেন যথাক্রমে ৮৫, ৫৫, ১৬, ১০৩ এবং ৯৫ রান। ক্রিকেটপ্রেমীদের আশা ছিল বিশ্বকাপে কোণঠাসা জস বাটলারের দলের বিরুদ্ধেও বড় রানের ইনিংস আসবে তার ব্যাট থেকে। কিন্তু ভক্তদের হতাশ করার পাশাপাশি কোহলি গড়লেন লজ্জার নজিরও।

এই নিয়ে ভারতীয় দলের জার্সি গায়ে ৩৪ বার শূন্য রানে আউট হলেন কোহলি। লজ্জার এই রেকর্ডে কোহলি ছুঁয়ে ফেললেন শচিন টেন্ডুলকারকে। শচিনও ভারতের জার্সি গায়ে ৩৪ বার শূন্য রানে আউট হয়েছিলেন। তিনি ৩৪টি শূন্য করেছিলেন ৭৮২টি ইনিংসে। বিরাট ৩৪টি শূন্য করলেন ৫৬৯টি ইনিংসে।

অন্ধ্র প্রদেশে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৩, আহত ৪০

এখনও পর্যন্ত একদিনের বিশ্বকাপে ৩২টি ম্যাচ খেলেছেন কোহলি। ৫৩.২৩ গড়ে করেছেন ১৩৮৪ রান। বিশ্বকাপে তার তিনটি শতরান এবং ৯টি অর্ধশতরান রয়েছে।