ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে একই দিনে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দুই রকম ভাগ্য দেখল ফুটবল বিশ্ব। আর্জেন্টিনা গ্রুপ পর্বের সব ম্যাচ জিতে শেষ ষোলো নিশ্চিত করলেও, স্পেনের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে ব্রাজিল।
রবিবার ভোরে ‘ডি’ গ্রুপের শেষ ম্যাচে ইতালিকে ১-০ গোলে পরাজিত করে আর্জেন্টিনা। এই জয়ের ফলে তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই নকআউট পর্বে পা রাখল আলবিসেলেস্তেরা। ম্যাচের ৭৪ মিনিটে ডিফেন্ডার ডিলান তমাস গোরোসিতোর করা একমাত্র গোলটিই দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দেয়।
অন্যদিকে, ‘সি’ গ্রুপে ব্রাজিলের জন্য ম্যাচটি ছিল বাঁচা-মরার লড়াই। নকআউটে যেতে হলে শক্তিশালী স্পেনের বিপক্ষে জয়ের কোনো বিকল্প ছিল না তাদের। তবে হাড্ডাহাড্ডি লড়াই করেও শেষ রক্ষা হয়নি সেলেসাওদের। ম্যাচের ৪৭ মিনিটে স্পেন এগিয়ে যায় ইকার ব্রাভোর গোলে। শেষ পর্যন্ত এই গোল সম্বল করেই ম্যাচ জিতেছে স্পেন।
ম্যাচ জিতেও অবশ্য স্পেনের পরের পর্বে ওঠা নিশ্চিত হয়নি। ‘সি’ গ্রুপ থেকে ৬ ও ৫ পয়েন্ট নিয়ে শেষ ষোলোয় উঠেছে মরক্কো ও মেক্সিকো। ২৪ দলের টুর্নামেন্টে ৬ গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপের সঙ্গে পরের পর্বে খেলবে সেরা চার তৃতীয় স্থানধারী। স্পেন আপাতত সেই তালিকায় থেকে অপেক্ষায় থাকল।
এই হারের ফলে তিন ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে থেকে যুবা বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বেজে গেল ব্রাজিলের। চিরপ্রতিদ্বন্দ্বীদের এমন হতাশাজনক বিদায়ের দিনে, জয়ের ধারা অব্যাহত রেখে টুর্নামেন্টে নিজেদের শক্ত অবস্থানের জানান দিল আর্জেন্টিনা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।