বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : একসময় মানুষ প্রকৃতির সান্নিধ্যেই কাটাতো দিন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে, আমরা যেন নিজেরাই নিজেদের ধ্বংসের কারণ হয়ে উঠেছি। প্রতিদিন বাড়ছে বিশ্ব উষ্ণায়ন। প্রকৃতির ক্রমাগত ধ্বংসের ফলে হারিয়ে যাচ্ছে গ্রাম, শহর এবং কোটি কোটি প্রাণ।
পৃথিবীর শেষ কবে? জানাচ্ছেন বিজ্ঞানীরা
এই প্রশ্নটি আজ অনেকের মনেই—পৃথিবীর শেষ কবে (World Destroy)? যদিও এখনই সেই সময় নয়, তবে একদিন পৃথিবীর শেষ হবেই, এতে কোনো সন্দেহ নেই। আর সেই সময়কাল সম্পর্কে সম্প্রতি চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন NASA-র বিজ্ঞানীরা।
NASA ও জাপানি গবেষকদের মতে, পৃথিবীর হাতে আর কত সময়?
সম্প্রতি NASA এবং জাপানের তোহো ইউনিভার্সিটি-র একদল গবেষক যৌথভাবে গবেষণা করেছেন। এতে ব্যবহার করা হয়েছে সুপার কম্পিউটার এবং উন্নত গাণিতিক মডেল। গবেষণার ফলাফল অনুযায়ী, এই পৃথিবীতে আর মাত্র ১ বিলিয়ন বছর অর্থাৎ ১০০ কোটি বছর পর কোনো প্রাণের অস্তিত্ব থাকবে না।
সূর্যই হবে পৃথিবী ধ্বংসের মূল কারণ
গবেষকদের মতে, সূর্যই একদিন পৃথিবীর জীবনের ইতি ঘটাবে। সময়ের সঙ্গে সঙ্গে সূর্যের তাপমাত্রা এতটাই বেড়ে যাবে যে, তা আশেপাশের গ্রহগুলোকে পুড়িয়ে ছারখার করে দেবে—এমনকি আমাদের পৃথিবীকেও রেহাই দেবে না।
তাদের হিসেব অনুযায়ী, ৯৯৯,৯৯৯,৯৯৬ সালের পর পৃথিবীতে জীবনধারণ অসম্ভব হয়ে উঠবে এবং ১,০০০,০০২,০২১ সালের পর সম্পূর্ণভাবে সব প্রাণ নিশ্চিহ্ন হয়ে যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।