বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মটোরোলা বাজারে আনল তাদের নতুন ফ্ল্যাগশিপ ফোন ‘এক্স৩০ প্রো’। এটি পৃথিবীর প্রথম ফোন যাতে থাকছে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনটি চায়নার বাজারে উন্মুক্ত করা হয়েছে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকোম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপ।
১২৫ ওয়াটের দ্রুত চার্জিং ব্যবস্থায় চার্জ দেওয়া যাবে ফোনটি। তবে ফোনটির মূল আকর্ষণ এর ক্যামেরা। ২০০ মেগাপিক্সেলের প্রধান সেন্সর ছাড়াও ফোনটিতে ৫০ মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড লেন্স থাকবে। এছাড়াও পাওয়া যাবে দুইগুণ অপটিকাল জুমের ক্ষমতাসম্পন্ন ১২ মেগাপিক্সেলের একটি টেলিফটো লেন্স।
সেলফি তুলতে ফোনটির সামনে দেওয়া হয়েছে ৬০ মেগাপিক্সেলের শ্যুটার। মূল সেন্সরে হিসেবে ব্যবহার করা হয়েছে স্যামসাং নির্মিত আইএসওসিইএলএল এইচপি ১ সেন্সর। ১/১.২২ ইঞ্চির সেন্সরের পেছনের লেন্সে ব্যবহার করা হয়েছে ১.৯৫ অ্যাপারচার। মূল ক্যামেরাটি ৩০ এফিপিএসে ৮ কে ভিডিও ধারণ করতে সক্ষম।
এগুলো ছাড়াও ফোনের বাকি বৈশিষ্ট্যগুলোও বেশ আকর্ষণীয়। ১৪৪ হার্জ রিফ্রেশ রেটসহ ১০ বিট ১০৮০পি আইপিএস এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যার আকার ৬.৬৭ ইঞ্চি। ডিসপ্লেতেই দেওয়া আছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
ফোনটিতে সর্বোচ্চ ১২ জিবি র্যামের সাথে ৫১২ জিবি ধারনক্ষমতার রম দেওয়া হয়েছে। অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ১২। এছাড়া ৪,৬১০ এমএএইচ ব্যাটারিটি ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জার দিয়েও চার্জ করা যাবে।
মটো এক্স৩০ প্রো ফোনটির ৮/১২৮ জিবি ভার্সনটি চায়নার বাজারে বিক্রী হচ্ছে ৩ হাজার ৪শ ৯৯ ইউয়ানে যা বাংলাদেশি টাকায় প্রায় ৪৯ হাজার। এছাড়া ১২/২৫৬ এবং ১২/৫১২ জিবি ভার্সনের দাম চায়নার বাজারে যথাক্রমে ৩ হাজার ৯শ ৯৯ ইউয়ান এবং ৪ হাজার ২শ ৯৯ ইউয়ান।
ফোনটি এখন শুধুমাত্র চায়নার বাজারেই পাওয়া যাচ্ছে। বিশ্ববাজারে ফোনটি কবে পাওয়া যাবে কিংবা দাম কেমন হবে সে ব্যাপারে মটোরোলা এখনও কিছু জানায়নি।
সূত্র: ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।