৮ ফুট লম্বা চুল নিয়ে বিশ্বরেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের বাসিন্দা আলিয়া নাসিরোভা। যার উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি হলেও চুল আরও বেশি লম্বা। তাতেই গড়েছেন বিশ্বরেকর্ড।

আলিয়ার চুলের দৈর্ঘ্য ২৫৭.৩৩ সেমি বা ৮ ফুট ৫.৩ ইঞ্চি। যা বর্তমানে বিশ্বের জীবিত নারীদের মধ্যে সবচেয়ে লম্বা। এ কারণে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে উঠেছে তার নাম।

বর্তমানে স্লোভাকিয়ায় থাকেন ৩৫ বছর বয়সি আলিয়া। তিনি পেশায় একজন শিল্পী এবং গ্রাফিক চিত্রকরের পাশাপাশি লম্বা চুলের মডেল হিসাবেও কাজ করেন।

আলিয়া কখনো অনেক বেশি চুল কাটেননি। তিনি তার মা এবং দাদির লম্বা চুল দেখে অনুপ্রাণিত হয়েছিলেন। গিনেস ওয়ার্ল্ড অব রেকর্ড।