স্পোর্টস ডেস্ক : ১৭ বছর পর দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতল ভারত। বিশ্বকাপের নবম আসরের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়েছে ম্যান ইন ব্লুরা। এর আগে, ২০০৭ সালে এ টুর্নামেন্টের উদ্বোধনী আসরে পাকিস্তানকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল ভারত।
শনিবার (২৯ জুন) প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৬ রান করে ভারত। বিরাট কোহলি ৫৯ বলে ৭৬ রান করেন। জবাবে ১৫ ওভার শেষে জয়ের জন্য ৩০ বলে ৩০ রানের সমীকরণ নামিয়ে আনে দক্ষিণ আফ্রিকা। কিন্তু শেষ ৫ ওভারে ভারতীয় বোলারদের অসাধারণ বোলিং নৈপুণ্যের সামনে ২২ রানের বেশি নিতে পারেনি প্রোটিয়ারা। ফলে প্রথমবারের মতো আইসিসি বিশ্বকাপের ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি দক্ষিণ আফ্রিকা।
শিরোপা নির্ধারণী ম্যাচে ৭৬ রানের ঝলমলে এক ইনিংস উপহার দিয়ে ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হয়েছেন বিরাট কোহলি। এ ছাড়া ভারতের জয়ের আরেক নায়ক ছিলেন বুমরাহ। পুরো আসরেই দুর্দান্ত ছিলেন এই পেসার। দুর্দান্ত পারফর্ম করে ১৫ উইকেট নিয়ে ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন তিনি।
একনজরে কে কোন পুরস্কার জিতলেন :
চ্যাম্পিয়ন : ভারত (২৮ কোটি ৭৫ লাখ ৬৪ হাজার টাকা)
রানার্স-আপ : দক্ষিণ আফ্রিকা (১৫ কোটি ২ লাখ ৩৭ হাজার টাকা)
টুর্নামেন্ট সেরা : জাসপ্রিত বুমরাহ (১৫ উইকেট), ১৭ লাখ ৬২ হাজার টাকা
ফাইনালে ম্যাচসেরা : বিরাট কোহলি (৭৬ রান), ৫ লাখ ৮৮ হাজার টাকা
স্মার্ট ক্যাচ : সূর্যকুমার যাদব (সাড়ে ৩ লাখ টাকা)
সর্বোচ্চ রান : রহমানউল্লাহ গুরবাজ (২৮১)
সর্বোচ্চ উইকেট : ফজলহক ফারুকি ও আর্শদ্বীপ সিং (১৭ উইকেট)
সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর : নিকোলাস পুরান (৯৮, প্রতিপক্ষ আফগানিস্তান)
সেরা বোলিং ফিগার : ফজলহক ফারুকি (৯ রানে ৫ উইকেট; প্রতিপক্ষ উগান্ডা)
সর্বোচ্চ স্ট্রাইক রেট : শাই হোপ (১৮৭.৭১)
সেরা ইকোনমি : টিম সাউদি (৩.০০)
সবচেয়ে বেশি ছক্কা : নিকোলাস পুরান (১৭টি)
সবচেয়ে বেশি ৫০+ স্কোর : রোহিত শর্মা ও গুরবাজ (৩টি)
সবচেয়ে বেশি ক্যাচ : এইডেন মার্করাম (৮টি)
সর্বোচ্চ দলীয় সংগ্রহ : ২১৮ ওয়েস্ট ইন্ডিজ (প্রতিপক্ষ আফগানিস্তান)
সর্বনিম্ন দলীয় সংগ্রহ : ৩৯ উগান্ডা (প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ)
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।