স্পোর্টস ডেস্ক : ভারতের মাটিতে চলমান ওয়ানডে বিশ্বকাপে অপেক্ষাকৃত দূর্বল নেদারল্যান্ডসের বিপক্ষে জয় নিয়ে শুরু করেছিল পাকিস্তান। এবার শ্রীলঙ্কার বিপক্ষে ১০ বল হাতে রেখে ৬ উইকেটের রুদ্ধশ্বাস জয় পেয়েছে বাবর আজমের দল। টানা দুই জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এলো ম্যান ইন গ্রিনরা।
মঙ্গলবার (১০ অক্টোবর) হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে কুশল মেন্ডিস ও সাদেরা সামারাবিক্রমার জোড়া সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৩৪৪ রানের পাহাড়সম সংগ্রহ করেছে শ্রীলঙ্কা।
জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে জোড়া উইকেট হারালেও আবদুল্লাহ শফিক ও মোহাম্মদ রিজওয়ানের সেঞ্চুরিতে রোমাঞ্চকর জয় তুলে নেয় পাকিস্তান। এই জয়ে ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে অনন্য এক বিশ্বরেকর্ড গড়েছে পাকিস্তান।
৪৭ বছরের ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়েছে বাবর-রিজওয়ানরা। এর আগে ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ ৩২৮ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল আয়ারল্যান্ড। ২০১১ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে এই রেকর্ড গড়েছিল আইরিশরা।
৩৪৫ রানের লক্ষ্য সহজেই উতরে গিয়ে এখন সবার উপরে উঠে গেল পাকিস্তান। এর আগে বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ ২৬৩ রানের টার্গেট তাড়া করে জিতেছিল পাকিস্তান। ১৯৯২ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে এই রেকর্ড গড়েছিল তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।