স্পোর্টস ডেস্ক : আইসিসির টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর নবম আসর শুরু হয়েছে। কোনো উদ্বোধন ছাড়াই আজ স্বাগতিক যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হয়েছে। প্রথম ম্যাচে জয় পেয়েছে যুক্তরাষ্ট্র।
এ মুহূর্তে বিশ্বমঞ্চে অবস্থান করছে ভারতীয় দল। বিশ্বকাপ শুরুর আগে দারুণ এক সুখবর পেলেন বিরাট কোহলি। আইসিসির কাছ প্লেয়ার অব দ্য ইয়ার-২০২৩ পুরস্কার পেয়েছেন তিনি। বিশ্বকাপ শুরুর আগে এভাবে আইসিসির কাছ থেকে বিশেষভাবে সম্মানিত হলেন বিরাট কোহলি।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে বিরাট কোহলি তার ব্যাট দিয়ে বিস্ময়কর কাজ করেছিলেন। তিনি ২৭ ওডিআই ম্যাচে ১৩৭৭ রান করেছিলেন, যার মধ্যে ছিল ৬টি সেঞ্চুরি ও ৮টি হাফসেঞ্চুরি। তার সেরা স্কোর ছিল অপরাজিত ১৬৬ রান। এখানেই শেষ নয়, ওয়ানডে বিশ্বকাপে নিজের ব্যাটিং দিয়ে আলোড়ন সৃষ্টি করেছিলেন বিরাট। ১১ ম্যাচে রান করেছিলেন ৭৬৫, যার মধ্যে ছিল তিন সেঞ্চুরি ও ৬টি হাফসেঞ্চুরি।
বর্তমানে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে রয়েছেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। এমন পরিস্থিতিতে এই বিশ্বকাপেও ক্রিকেট বিশ্বের তার কাছ থেকে অনেক প্রত্যাশা রয়েছে।
আইসিসি বিরাট কোহলির হাতে ট্রফি তুলে দেওয়া ছবি ও ভিডিও সামাজিকমাধ্যমে শেয়ার করেছে। এ প্রাপ্তি দেখে ভক্তরাও বেশ খুশি হয়েছেন। কোহলিকে ভক্তরা অভিনন্দনও জানাচ্ছেন।
উল্লেখ্য, শনিবার ছিল বাংলাদেশের বিপক্ষে ভারতের প্রস্তুতি ম্যাচ। সে ম্যাচে বিরাট কোহলি খেলেননি। ম্যাচে বাংলাদেশকে ৬০ রানে হারিয়েছে ভারত। আগামী ৫ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে ভারতের প্রথম ম্যাচ।
ভারত এর আগে ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয় করে। এরপর থেকে টি-টোয়েন্টি শিরোপা জিততে পারেনি তারা। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে বদ্ধপরিকর টিম ইন্ডিয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।