স্পোর্টস ডেস্ক : অক্টোবর-নভেম্বর জুড়ে চলবে ক্রিকেট বিশ্বকাপ। ভারতে এমন সময়ে সেই প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে যখন প্রায় প্রতিটি মাঠেই শিশিরের প্রভাব দেখা যাবে। পরে ব্যাট করা দল যাতে বাড়তি সুবিধা না পায়, তার জন্যে পিচ নির্মাতাদের বিশেষ নির্দেশ দিতে চলেছে আইসিসি। তাদের নির্দেশ দেওয়া হয়েছে পিচে যতটা সম্ভব ঘাস রাখার। এ ছাড়া ন্যুনতম বাউন্ডারির মাপ রাখার নির্দেশও দেওয়া হয়েছে।
শিশিরের কারণে টসে জেতা দলের সুবিধা হতে পারে। পরে ব্যাট করে শিশিরের প্রভাব কাজে লাগিয়ে জিততে পারে তারা। ২০২১-এর টি-টোয়েন্টি বিশ্বকাপে তেমনই দেখা গিয়েছিল। ভারতে সেই জিনিসের পুনরাবৃত্তি চাইছে না আইসিসি। তাই পিচে যথাসম্ভব বেশি ঘাস রাখার কথা বলা হয়েছে। পাশাপাশি, ভারতের পিচ সাধারণত স্পিন সহায়ক। কিছু দল যাতে এই কারণে অতিরিক্ত সুবিধা না পায়, তাই ভারসাম্য রাখার জন্যেও এই নির্দেশ। এতে প্রথম একাদশে বেশি পেসার রাখার প্রবণতা বাড়বে বলে মনে করছে আইসিসি।
আরও একটি নির্দেশ দিয়েছে আইসিসি। পিচ থেকে বাউন্ডারির দূরত্ব কমপক্ষে ৭০ মিটার হতেই হবে। আন্তর্জাতিক ম্যাচে ন্যুনতম ৬৫ মিটার এবং সর্বোচ্চ ৮৫ মিটার বাউন্ডারির মান্যতা রয়েছে। কিন্তু ব্যাটে-বলে ভারসাম্য রাখতেই ৭০ মিটারের মাপকাঠি নির্ধারণ করা হয়েছে।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।