স্পোর্টস ডেস্ক : চলতি মাসে ভেনেজুয়েলা ও বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বুধবার ২৭ সদস্যের দলও দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। চোটের কারণে সেই দলে থেকে বাদ পড়লেন নিকোলাস গঞ্জালেস।
ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে নেমেছিলেন গঞ্জালেস। লেইপজিগের বিপক্ষে ৩-২তে জয়ের ম্যাচের ১০ মিনিটের মধ্যে পায়ে অস্বস্তি বোধ করেন ২৬ বর্ষী ফরোয়ার্ড। মাঠে কিছুক্ষণ চিকিৎসা দেয়ার পর তাকে তুলে নেন কোচ। পরদিন ক্লাবের বিবৃতিতে তার ডান পায়ের ঊরুতে চোটের বিষয়টি নিশ্চিত করেছে ইতালিয়ান ক্লাবটি। গঞ্জালেসের পুরোপুরি সেরে উঠতে একমাসের মতো লাগতে পারে।
আগামী ১১ অক্টোবর ভেনেজুয়েলা এবং ১৬ অক্টোবর বলিভিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচ দুটি সামনে রেখে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন রিয়াল মাদ্রিদের তরুণ তারকা ২০ বর্ষী নিকো পাজ। ফিরেছেন কিংবদন্তি লিওনেল মেসি, নিকোলাস তাগলিয়াফিকো, লিওনার্দো বালের্দি, ইজিকুয়েল পালাসিও এবং মার্কোস অ্যাকুনা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।