বিনোদন ডেস্ক : ভারত-পাকিস্তান ক্রিকেট ইস্যু নিয়ে ফের তোলপাড় চলছে। যেখানে পাকিস্তানে অনুষ্ঠেয় এশিয়া কাপে ভারত না আসতে চাওয়ায়, পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) ভারতে ওয়ানডে বিশ্বকাপ বর্জনের হুমকি দিয়েছে। তবে বোর্ডের এমন হুঁশিয়ারিতে খুশি নন দেশটির সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। তার মতে ছেলেরা ভারতে গিয়ে বিশ্বকাপ জিতলে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) চড় মারা হবে। খবর ক্রিকেট পাকিস্তানের।
আফ্রিদি জানান, ম্যানেজমেন্টের উচিত ক্রিকেটারদের ভারতে বিশ্বকাপে খেলতে যাওয়ার দিকে নজর দেওয়া এবং বিশ্বকাপ জয় করে ট্রফি উদ্ধার করা। আর এটিকেই তিনি ইতিবাচক ও কৌশলদীপ্ত পথ মনে করেন।
চলতি বছরের সেপ্টেম্বরে পাকিস্তানে বসার কথা এশিয়া কাপের আসর। তবে রাজনৈতিক উত্তেজনায় পাকিস্তানে যেতে রাজি নয় ভারত। সেক্ষেত্রে ভারতের ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে ও বাকি সব ম্যাচ পাকিস্তানে আয়োজনের পরিকল্পনা দিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) একটি প্রস্তাব উত্থাপন করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যেটি হাইব্রিড মডেল নামে পরিচিত।
আফ্রিদি বলেন, ‘আমি বুঝতে পারছি না, তারা (পিসিবি) কেন এত অনমনীয় হয়ে আছে আর বলে যাচ্ছে যে আমরা ভারতে খেলতে যাব না। বিষয়টি তাদের সরলভাবে দেখা উচিত এবং বুঝতে হবে যে এটা একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট। এটাকে ইতিবাচকভাবে নিয়ে খেলতে যাওয়া উচিত।’
তিনি আরও বলেন, ‘ছেলেদের ট্রফিটা জিততে বলুন। পুরো জাতি তোমাদের পাশে আছে। এটা আমাদের জন্য শুধু বড় এক জয়ই হবে না, বিসিসিআইকে কষে একটি চড় মারাও হবে।’
‘ভারতে যাও, ভালো ক্রিকেট খেল এবং ট্রফি জেত। এটাই সব, আমাদের জন্য এটাই বিকল্প। আমাদের সেখানে যেতে হবে, ফিরতে হবে ট্রফি নিয়ে। তাদের (বিসিসিআই) পরিষ্কারভাবে বুঝিয়ে দাও যে আমরা যেকোনো জায়গায় গিয়ে জিততে পারি।’–যোগ করেন আফ্রিদি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।