স্পোর্টস ডেস্ক : সাধারণত ক্রিকেটে এক বলে সর্বোচ্চ ৬ রান হয়। ‘নো’ বল হলে সর্বোচ্চ ৭ রান হতে পারে। কিন্তু গতকাল সোমবার বিশ্বকাপের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে নিউজিল্যান্ডের অলরাউন্ডার মিচেল স্যান্টনার ১ বলে নিয়েছেন ১৩ রান। যা বিশ্বকাপ ইতিহাসে বিরল একটি ঘটনা।
গতকাল নেদাল্যান্ডসের বিপক্ষে এবারের বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলে নিউজিল্যান্ড। টসে জিতে প্রথমেই কিউইদের ব্যাটিংয়ে পাঠায় ডাচরা। ইনিংসের একদম শেষ ওভারের শেষ বলে ১৩ রান তোলেন স্যান্টনার। ডাচদের বোলার ছিলেন বাস ডে লিড। ৪৯ ওভারের শেষ বলটি তিনি ফুলটস করে বসেন।
সে বলে লং অনের ওপর দিয়ে ছক্কা মারেন কিউই ব্যাটার স্যান্টনার। কিন্তু বিপত্তি ঘটে আরেক জায়গায়। বলের উচ্চতা কোমরের উপরে থাকায়, আম্পায়ার ‘নো’ বল কল করেন। ফলে ছয় রানের পাশাপাশি আরেকটি রান যোগ হয়। নো বলের কারণে ফ্রি হিটও পেয়ে যায় কিউইরা। কিন্তু দুর্ভাগ্যবসত বাস ডে লিডের সেই বলটিও ফুলটস হয়ে যায়। পাশাপাশি সেই ফুলটস বলটিকেও ছক্কায় পরিণত করেন স্যান্টনার। ফলে একটি বৈধ বলে ১৩ রান তুলে নেওয়ার বিরল কীর্তি গড়েন তিনি।
গতকালকের ম্যাচে স্যান্টনারের অনবদ্য স্পিনে গুঁড়িয়ে যায় ডাচরা। দলটির বিপক্ষে একাই তুলে নেন ৫ উইকেট। ব্যাটিংয়েও ১৭ বলে ৩৬ রানের এক ঝোড়ো ইনিংস খেলেন এই বোলিং অলরাউন্ডার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।