স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ জয়ের উৎসবের পরে সবাই নিজ হোটেলে কিংবা কেউ বাড়িতে ফিরলেও বাড়ি ফেরেননি ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। বরং দেশ ছেড়ে উড়াল দিয়েছেন লন্ডনে। এর মূল কারণ বলিউড অভিনেত্রী, কোহলির স্ত্রী আনুশকা শর্মা।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন থেকে জানা যায়, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এক মুহূর্তের জন্যও হাতে সময় পাননি কোহলি।
১৬ ঘণ্টার বিমানযাত্রার পর নিজ দেশ ভারতের মাটিতে পা রেখেই দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর সেখান থেকে মুম্বাই, ভিক্টরি প্যারেড, সংবর্ধনা সবকিছুতে অংশগ্রহণ করেন। ঘড়িতে তখন বাজে রাত প্রায় ১০টা।
বৃহস্পতিবার (৪ জুলাই) রাত ১০টায় অফিশিয়াল সব কাজ মেটানোর পর আর এক মুহূর্তও দেরি করতে চাননি কোহলি। নিতে চাননি বিশ্রামও। স্ত্রী, সন্তানের সঙ্গে দেখা করতে ছুটেছেন এয়ারপোর্টে।
জানা গেছে, এই মুহূর্তে আনুশকা শর্মা সন্তানদের নিয়ে অবস্থান করছেন লন্ডনে। তাই বৃহস্পতিবার রাতেই লন্ডনের উদ্দেশে রওনা হন বিরাট।
সেখানেই মেয়ে ভামিকা এবং ছেলে অকায়ের সঙ্গে রয়েছেন আনুশকা। সারাক্ষণ ক্যামেরাবন্দি হওয়ার দুশ্চিন্তা থেকে বাঁচতে দুই সন্তানকে নিয়ে আপাতত লন্ডনেই থাকার পরিকল্পনা রয়েছে এই তারকা দম্পতির।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।