পৃথিবীর বৃহত্তম শপিং মল

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকায় লাখের বেশি শপিং মল থাকলেও বিশ্বের সবচেয়ে বড় শপিংমলের সম্মান চলে গেছে আমেরিকার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ইরানের হাতে। তেহরানের উত্তর-পূর্বে ‘ইরান মল’-এ ৭টি ফ্লোর রয়েছে। তবে পুরো অবকাঠামোটি ১৩ লাখ ৫০ হাজার বর্গমিটার জুড়ে বিস্তৃত, যা ১৬ লাখ বর্গ মিটারে প্রসারিত করা হবে।

DCIM100MEDIADJI_0021.JPG

২০১৪ সাল থেকে ১ হাজার ২শ’ জনেরও বেশি ঠিকাদার এবং ২৫ হাজার কর্মী এখানে কাজ করে এটিকে বিশ্বের বৃহত্তম শপিং মল বানিয়েছে।

২০১৮ সালে নির্মাণের প্রথম ধাপ সম্পন্ন হয় এবং ৭০৮টি দোকান খোলা হয়। ইরান মলে ১২টি সিনেমা হল, ২ হাজার জন লোকের বসার ক্ষমতাসহ একটি থিয়েটার হল, একটি জাদুঘর এবং বেশ কয়েকটি আর্ট গ্যালারী রয়েছে। এছাড়াও রয়েছে রুফটপ টেনিস কোর্ট, কনভেনশন সেন্টার, হোটেল এবং বেশ কিছু কনফারেন্স হল। একটি নতুন পাঁচ তারকা হোটেল এবং অত্যাধুনিক ক্রীড়া কেন্দ্রও শিগগিরই চালু হবে। সূত্র : জে এন।