লাইফস্টাইল ডেস্ক : আমাদের প্রাত্যহিক জীবনযাত্রাকে আরেকটু সহজ ও ঝামেলাবিহীন করে তুলতে যাপনপদ্ধতির কিছু না কিছু পরিবর্তন আমরা নিজেরাই করে নিই। যেসব ছোট ছোট কৌশলে আমরা যাপনপদ্ধতির পরিবর্তন করি, সেগুলোকে বলা হয় ‘লাইফ হ্যাকস’। ওয়ান থাউজ্যান্ড লাইফ হ্যাকস ডটকমের মাধ্যমে এমন কিছু যাপনকৌশল তুলে ধরছেন ইউসুফ পারভেজ ।
৯৬. অতিরিক্ত ক্রেডিট কার্ড ব্যবহার নিয়ে আপনি চিন্তিত? চিন্তার কারণ নেই। আপনি অটোমেটেড টেক্সট মেসেজ এলার্ট চালু করতে পারেন। যখনই আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করে লেনদেন করবেন তখনই আপনি মেসেজে এলার্ট পাবেন। প্রত্যেক ক্রেডিট কার্ড দাতা কোম্পানি এ সুবিধা দিয়ে থাকে।
৯৭. কুমড়োর দ্রুত পচন রোধ করবেন কিভাবে? আপনি সামান্য পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে পারেন। তাহলে আপনার ক্রয় করা কুমড়ো দীর্ঘদিন ধরে টিকে থাকবে।
৯৮. আপনার পথ্য ব্যবস্থাপনা নিয়ে পরামর্শ দরকার? তাহলে পুষ্টি বিশেষজ্ঞের কাছে না গিয়ে একজন পথ্যব্যবস্থাপনাবিদের কাছে যান। আমেরিকায় পথ্য ব্যবস্থাপনা আর পুষ্টি বিজ্ঞান বিষয় ২ টি আলাদাভাবে দেখা হয়।
৯৯. আপনার বাসা বা অফিসের গাড়ির পার্কিং লট অনেক বড়? আপনার গাড়ি কোথায় পার্কিং করেছেন খুঁজে পাচ্ছেন না? গাড়ি পার্কিং এর সময় ছবি তুলে রাখুন। ফ্লোর নাম্বার, কত নাম্বার সারি, পিলার বা ওয়াল এর নির্দেশক চিহ্ন বা রং সব খেয়াল রাখুন। তাহলে গাড়ি পেতে বেগ পেতে হবে না।
১০০. জীবনের ছোট ছোট অর্জনকে গুরুত্ব দিন। তাহলে আপনার আত্নবিশ্বাস বৃদ্ধি পাবে এবং বড় বড় অর্জনের পথে এগিয়ে যেতে পারবেন।
বি. দ্র : সৃষ্টির আদি থেকে প্রতিনিয়ত যাপনপদ্ধতির পরিবর্তন করে সামনের দিকে এগিয়েছে মানুষের জীবনযাত্রা। আবশ্যকীয় সেই পরিবর্তনগুলো লিপিবদ্ধ হয়েছে বিভিন্ন দেশের ইতিহাসে। পাঠকদের জীবনযাত্রার ইতিবাচক পরিবর্তনের স্বার্থে ধারাবাহিকভাবে নতুন যাপনপদ্ধতিগুলো পাঠকের কাছে তুলে ধরছে জুমবাংলা লাইফস্টাইল ডেস্ক। আগামী পর্বে থাকছে সেগুলোর ১০১-১০৫কিস্তি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।