কাঁচা বাদাম গানে তুমুল ড্যান্স WWE প্রাক্তন চ্যাম্পিয়ন গ্রেট খালির

কাঁচা বাদাম গান

বিনোদন ডেস্ক : কাঁচা বাদাম গানটি শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। সাধারণ এক বাদাম বিক্রেতার গান যেভাবে সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে তা সত্যিই অভাবনীয়। সেলিব্রিটি থেকে শুরু করে ক্রিকেটার এমনকি সাধারণ মানুষেরাও এই কাঁচা বাদাম গানে নাচ করে ট্রেন্ডে গা ভাসিয়েছেন।

কাঁচা বাদাম গান

তবে এবারে কাচা বাদাম গানে ভিডিও বানাতে দেখা গেল দ্য গ্রেট খালিকে। অনেকেই তাঁকে চেনেন, তিনি হলেন সর্বভারতীয় প্রথম কুস্তিগীর যিনি WWE তে অংশগ্রহণ করেন। তাকে বিগবসের মঞ্চেও দেখা দিয়েছিল।

তবে এবার তাকে দেখা গেল একেবারে ট্রেন্ড্রিংয়ে গা ভাসাতে। সবাই যখন কাচা বাদাম গানে ভিডিও বানাচ্ছেন তখন তিনিও বাদ যাননি এই ট্রেন্ড থেকে। ভিডিওটিতে দেখা যাচ্ছে বিছানায় শুয়েই তিনি শুরু করলেন কাচা বাদাম গানে নাচ আর তারপর উঠে বসে নাচলেন এই কাঁচা বাদাম গানে।

তার পরনে ছিল লাল রঙের টি-শার্ট ওপরে কালো রংয়ের কোর্ট, মাথায় টুপি। তারে কাচা বাদাম গানে নাচের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আসতেই তা মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে।

বাড়িতেই গুপ্তধন পেয়ে রাতারাতি লাখপতি হলেন দম্পতি

ভিডিওটি সে তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে পোস্ট করেছেন। তিনি কাচা বাদাম গানটিতে লিপসিংও করেছেন। তবে এর জন্য তাঁকে বহু ব্যঙ্গর মুখেও পড়তে হয়েছে। অনেকে মজা করে কমেন্ট করেছেন “আপনি এত ভালো লিপসিং করছেন আপনার তো বলিউডে যাওয়া উচিত”, আবার কেউ কমেন্ট করেছেন “WWE আন্ডারটেকার খালির মাথায় চেয়ার দিয়ে মেরেছিলেন তার ফলস্বরূপ আজ এই ভিডিওটি”। সুতরাং তার এই নাচের অদ্ভুত ভিডিওটির জন্য তাকে পড়তে হয়েছে অনেক ট্রোলের মুখেও।

তিনি 2006 প্রথমবার WWE প্রতিযোগিতায় নামেন এবং 2007 এ বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়নশিপে বিজয়ী হন। তারপর তাকে বিগবসের মঞ্চেও দেখা গিয়েছিল। সেখানে তার বিশালাকার শরীর দেখে ভয় পেতেন সকলেই।

তিনি যখন কারো সাথে ঝগড়া করতেন তখন দর্শকদের মন ভয়ে সিঁটিয়ে যেত। এছাড়াও তাকে নানা বিজ্ঞাপনেও দেখা যায়। সবমিলিয়ে খালি কে চেনেন অনেকেই। তবে তার এই বাদাম গানের ভিডিওটি তাকে আরো একবার ভাইরাল করে তুলল সোশ্যাল মিডিয়ায়।