এক্স নিয়ে আসছে অডিও–ভিডিও কলিং সেবা

এস্ক টুইটার

বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম এক্স ( সাবেক টুইটার) কিছু ব্যবহারকারীদের জন্য ভিডিও এবং অডিও কলিং সেবা নিয়ে আসছে। অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের মতো গ্রাহকদের সব ধরনের সুবিধা দিতে এসব ফিচার সংযুক্ত করতে চাচ্ছেন এক্সের প্রধান প্রযুক্তি কর্মকর্তা ও মালিক ইলন মাস্ক।

এস্ক টুইটার

আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।

ইলন মাস্ক জানান, অন্যান্য সামাজিক মাধ্যমের সুবিধার মতো প্রাথমিকভাবে তিনি এক্সে অডিও–ভিডিও কলিং সেবা চালু করতে যাচ্ছেন।

প্রায় এক বছর আগে সামাজিক মাধ্যম টুইটারের মালিকানা নেন মাস্ক। এরপর থেকে এটির সংস্কার করেন। এর আগে টুইটারের নাম পরিবর্তন করে এক্স রাখেন। এখন নতুন করে অডিও–ভিডিও কলিং সেবা চালু করতে যাচ্ছেন।

বোল্ড লুকের পোশাক নিয়ে কটাক্ষের শিকার এই অভিনেত্রী

এর আগে নাম পরিবর্তনের সময় মাস্ক ইঙ্গিত দিয়েছিলেন, তিনি প্ল্যাটফর্মটিকে একটি সুপার-অ্যাপে পরিণত করবেন। মেসেজিং এবং সোশ্যাল নেটওয়ার্কিং থেকে পিয়ার-টু-পিয়ার পেমেন্ট পর্যন্ত বিভিন্ন পরিষেবা সরবরাহ করবেন।