আন্তর্জাতিক ডেস্ক: এ বছর বেশ কয়েকটি ব্যালাস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। আর এ কারণে উত্তর কোরিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র।
জাতিসংঘে এ নিয়ে প্রস্তাব উত্থাপিত করেছিল তারা।
উত্তর কোরিয়ায় সব ধরনের তামাকজাত পণ্য এবং তেল রপ্তানির নিষেধাজ্ঞা ছিল যুক্তরাষ্ট্রের এবারের প্রস্তাবে।
তাছাড়া লাজারুস হ্যাকিং গ্রুপকে কালো তালিকাভুক্ত করতে চেয়েছিল তারা, যুক্তরাষ্ট্রের দাবি এ হ্যাকিং গ্রুপটি উত্তর কোরিয়ার।
তবে যুক্তরাষ্ট্রের এ প্রস্তাবে ভেটো দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দুই স্থায়ী সদস্য চীন ও রাশিয়া।
২০০৬ সাল থেকে উত্তর কোরিয়ার ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করতে থাকে জাতিসংঘ। এ সময়ের মধ্যে কিম জং উনের দেশের বিরুদ্ধে যতবার নিষেধাজ্ঞার প্রস্তাব দেওয়া হয়েছে ততবারই সেটিতে সায় দিয়েছে নিরাপত্তা পরিষদের সবগুলো দেশ।
কিন্তু এবারই প্রথমবারের মতো উত্তর কোরিয়া নিয়ে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের মধ্যে বিভক্তি দেখা গেল।
চীন ও রাশিয়া ভেটো দিলেও নিরাপত্তা পরিষদের বাকি তিন স্থায়ী সদস্য ও ১০ অস্থায়ী সদস্য সবাই যুক্তরাষ্ট্রের এ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিল।
২০০৬ সালে উত্তর কোরিয়ার প্রথম নিউক্লিয়ার টেস্ট বিধ্বস্ত হলে তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ শুরু করে জাতিসংঘ। এ পর্যন্ত ১০ বার তাদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যেন তারা প্রচণ্ড চাপে পড়ে।
কিন্তু উত্তর কোরিয়া থামেনি।
শুধুমাত্র এ ২০২২ সালেই ২৩টি ব্যালাস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে এশিয়ার দেশটি। এর মধ্যে বুধবার এক ঘণ্টার ব্যবধানে তিনটি মিসাইল ছোড়ে তারা।
এদিকে রাশিয়া-চীন এ প্রস্তাবে ভেটো দেওয়ার পর নিরাপত্তা পরিষদের ইতিহাসে এটি একটি দুঃখের দিন বলে মন্তব্য করে যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি লিন্ডা থমাস।
তিনি জানান, এ বছর ছয়টি আইসিবিএম ছুড়েছে উত্তর কোরিয়া। এখন একটি পারমাণবিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তারা।
উত্তর কোরিয়া ২০১৭ সালে সর্বশেষবার পারমাণবিক পরীক্ষা চালিয়েছিল।
সূত্র: আল জাজিরা
ফিল্মি কায়দায় ট্র্যাক্টর চালিয়ে বিয়ের মণ্ডপে হাজির কনে, দেখুন ভিডিও
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।