আন্তর্জাতিক ডেস্ক : এশিয়া প্যাসিফিক অঞ্চলের অর্থনৈতিক সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানান মার্কিন ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন, ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অন্যান্য মার্কিন প্রতিনিধিরা।
সম্মেলনে যোগ দেয়ার আগে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার সকালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে শি’র। চলতি বছর প্রথম মুখোমুখি হবেন এই দুই বিশ্বনেতা।
এপেক সম্মেলনে যোগ দিতে সান ফ্রান্সিসকোর উদ্দেশে রওনা হওয়ার আগে হোয়াইট হাউসে বাইডেন সাংবাদিকদের জানিয়েছেন, চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ঠিক করাই তার লক্ষ্য। তিনি বলেন, ‘আমরা চীন থেকে বিচ্ছিন্ন হতে চাই না। আমরা দুই দেশের সম্পর্ক উন্নয়ন করার চেষ্টা করছি।’
এ বৈঠকে কী অর্জন হবে জানতে চাওয়া হলে বাইডেন বলেন, ‘আমরা চীনের সঙ্গে আবার স্বাভাবিক সম্পর্কে ফিরে যেতে চাই। দুদেশের মধ্যে এমন সম্পর্ক থাকে যেন কোনও সংকট আসলে তা মোকাবিলা করা সম্ভব হয়।’
চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, আসন্ন বৈঠকে দুই নেতা চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক গঠনে কৌশলগত, বিস্তৃত, মৌলিক গুরুত্ব এবং বিশ্ব শান্তি ও উন্নয়ন সংক্রান্ত প্রধান বিষয়গুলোর ওপর জোর দেবেন।
২০১৭ সালের পর এবার ছয় বছর পর যুক্তরাষ্ট্র সফরে এসেছেন শি জিনপিং। এর আগে ট্রাম্প ক্ষমতায় থাকাকালীন যুক্তরাষ্ট্র সফরে এসেছিলেন শি জিনপিং।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।