আন্তর্জাতিক ডেস্ক : তীব্র অর্থনৈতিক সংকটে জর্জরিত শ্রীলংকার নতুন প্রেসিডেন্টকে শুক্রবার সহায়তার প্রস্তাব দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ভারত মহাসাগরের দ্বীপটি কয়েক দশকের মধ্যে তার সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের সঙ্গে লড়াই করছে। পেশায় আইনজীবী রনিল বিক্রমাসিংহে শ্রীলংকার প্রধানমন্ত্রী হিসেবে রেকর্ড ছয়বার দায়িত্ব পালন করেছেন।বৃহস্পতিবার প্রচণ্ড জনবিরোধিতার মুখে শপথ নেন তিনি।
শি জিনপিং এক বার্তায় বলেন, তিনি বিশ্বাস করেন শ্রীলংকা অর্থনৈতিক ও সামাজিক পুনর্গঠনের দিকে এগিয়ে যেতে সক্ষম হবে।
তিনি বলেন, ‘প্রেসিডেন্ট বিক্রমাসিংহে এবং শ্রীলংকার জনগণকে তাদের প্রচেষ্টায় আমার সাধ্যমত সমর্থন ও সহায়তা দিতে প্রস্তুত’।
চীনের কাছে শ্রীলংকার অন্তত ৫ বিলিয়ন ডলার ঋণ রয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মতে, ভারতের কাছে ৩.৮ বিলিয়ন মার্কিন ডলার এবং জাপানের কাছে কমপক্ষে ৩.৫ বিলিয়ন মার্কিন ডলার এবং অন্যান্য ধনী দেশের কাছে অন্তত ১ বিলিয়ন মার্কিন ডলার ঋণ রয়েছে শ্রীলংকার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।