আন্তর্জাতিক ডেস্ক : বুধবার বিকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বেইজিংয়ে গণ-মহাভবনে চীন সফররত ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করেছেন। এ সময় ফিলিস্তিন সমস্যা সমাধানে তিনটি প্রস্তাব দিয়েছেন তিনি।
জিনপিং জোর দিয়ে বলেছেন, ফিলিস্তিন সমস্যা টানা অর্ধ শতাব্দী ধরে চলছে। যা ফিলিস্তিনি জনগণের জন্য দারুণ কষ্টকর হয়েছে। দ্রুত ফিলিস্তিনকে ন্যায্য অধিকার ফিরিয়ে দেয়া উচিত। তিনি এক্ষেত্রে তিনটি প্রস্তাব দিয়েছেন।
এক, ফিলিস্তিন সমস্যা সমাধানের মূল পথ হল ১৯৬৭ সালের সীমারেখার ভিত্তিতে পূর্ব জেরুসালেমকে রাজধানী করে সম্পূর্ণ সার্বভৌম স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। দুই, ফিলিস্তিনের অর্থনীতি ও গণ-জীবিকার চাহিদা নিশ্চিত করা। আন্তর্জাতিক সমাজের উচিত ফিলিস্তিনকে সাহায্য ও মানবিক সহায়তা দেয়া।
তিন, আলোচনার সঠিক পথ অনুসরণ করা। জেরুসালেমের ধর্মীয় পবিত্র অবস্থানকে সম্মান করতে হবে, চরমপন্থার আচরণ ছেড়ে আরো বৃহৎ, আরো প্রভাবশালী আন্তর্জাতিক শান্তি সম্মেলন আয়োজন করা উচিত। শান্তি আলোচনার পরিবেশ তৈরি করতে হবে। ফিলিস্তিনের অভ্যন্তরীণ শান্তি সমঝোতা এবং শান্তিপূর্ণ আলোচনার জন্য সক্রিয় ভূমিকা পালন করতে চায় চীন। সূত্র: সিআরআই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।