Xiaomi মোবাইলে এল দুর্দান্ত আপডেট, ইনস্টল করবেন যেভাবে

MIUI 14

Xiaomi, Redmi, Poco গ্রাহকদের জন্য সুখবর! সম্প্রতি নতুন সফটওয়্যার আপডেট নিয়ে হাজির হয়েছে চিনা সংস্থাটি। Xiaomi 13 লঞ্চ ইভেন্ট থেকেই প্রকাশ্যে এসেছে MIUI 14। Android 13 অপারেটিং সিস্টেমের উপরে এই কাস্টম স্কিন ডিজাইন করেছে বেজিংয়ের কোম্পানিটি। কোম্পানির নতুন সফটওয়্যার ভার্সনে কী ফিচার থাকছে? কোন কোন মডেলে আসছে আপডেট? আপডেট করবেন কী ভাবে? দেখে নিন।
MIUI 14
MIUI 14: কবে পৌঁছবে?
MIUI 14 সহ লঞ্চ হয়েছে Xiaomi 13। এছাড়াও একগুচ্ছ Xiaomi, Redmi ও Poco মডেলে এই আপডেট পৌঁছবে। প্রথম ধাপে Xiaomi 12s Ultra, Xiaomi 12S Pro, Xiaomi 12S, Xiaomi 12 Pro, Xiaomi 12 Pro Dimensity Edition, Xiaomi 12, Xiaomi MIX Fold 2, Redmi K50 Pro, Redmi K50 Extreme Edition, Redmi K50 Gaming Edition ও Redmi K50 ফোনগুলিতে পৌঁছবে এই আপডেট। 2023 সালের জানুয়ারিতে প্রথম ধাপের আপডেট পাঠানো শুরু হবে। স্মার্টফোন ছাড়াও কোম্পানির একাধিক ট্যাবলেটে এই আপডেট পাঠাবে Xiaomi। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে Mi Pad 5 Pro 12.4, Mi Pad 5 Pro 5G, Mi Pad 5 Pro (Wi-Fi), Mi Pad 5 ও Redmi Pad মডেলে পৌঁছবে MIUI 14 আপডেট। 2023 সালের এপ্রিল থেকে এই ট্যাবলেটগুলিতে আপডেট পৌঁছতে শুরু করবে।

আপাতত চিনে এই আপডেট পাঠানোর কাজ শুরু হবে। চিনের বাইরে বিশ্বের অন্যান্য দেশে কবে MIUI 14 আপডেট পাঠানো শুরু হবে জানা যায়নি।

MIUI 14: কী ফিচার্স?
সিস্টেম হালকা রাখতে MIUI 14 ডিজাইনের সময় বিশেষ নজর রেখেছেন Xiaomi ইঞ্জিনিয়াররা। Xiaomi জানিয়েছে অ্যানড্রয়েড কার্নেলের সঙ্গে সরাসরি কাজ করবে MIUI 14 – এর ফোটন ইঞ্জিন।

কোম্পানির তরফে আরও জানানো হয়েছে আপডেটের পরে একদিনে যেমন ফোনের পারফরম্যান্স আগের থেকে ভালো হবে, অন্যদিকে মসৃণ হবে ফোন ব্যবহারের অভিজ্ঞতা।

পারফরম্যান্সের সঙ্গেই ব্যবহারকারীর গোপনীয়তাকে এই আপডেটে প্রাধান্য দিয়েছে Xiaomi। এখন বেশিরভাগ গোপন তথ্য ক্লাউডের বদলে ফোন স্টোরেজে সেভ করবে বেজিংয়ের সংস্থাটি। এছাড়াও ডিভাইসেই করা যাবে ইমেজ ও টেক্সট এক্সটারশনের কাজ।

MIUI 14: আপডেট ইনস্টল করবেন কী ভাবে?
Redmi, Xiaomi ও Poco ব্যবহারকারীরা নিজের ফোনে এই আপডেট ইনস্টল করতে পারবেন। এই জন্য নিজের ফোনে Settings ওপেন করে About Phone অপশন সিলেক্ট করুন। এখানে MIUI ভার্সনের উপরে ট্যাপ করে আপডেট করুন। তবে আপনার ফোনে MIUI 14 আপডেট পৌঁছলে তবেই তা ইনস্টল করা যাবে। কোন কোন ফোনে এই আপডেট পৌঁছবে সেই তালিকা সম্পূর্ণভাবে প্রকাশ করেনি Xiaomi।