বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : Xiaomi স্মার্টফোন মানেই ছোটখাটো একটি বি স্ফো রক – স্মার্টফোনের বি স্ফো র ণ সম্পর্কে সংবাদ এখন নিত্যদিনের ঘটনা হয়ে উঠেছে । প্রতি দিনই কোন না কোন ব্র্যান্ডের স্মার্টফোনের বি স্ফো র ণ সম্পর্কে সংবাদ আমরা দেখতে পায়।
তবে এই কাতারে এগিয়ে Xiaomi স্মার্টফোন। বিশ্বব্যাপি থামছেই না Xiaomi স্মার্টফোন বি স্ফো র ণ। একের পর এক ঘটনা ঘটছে বিশ্বজুড়ে। অথচ বি স্ফো র ণের দিকটা বিবেচনায় না নিয়ে বাজার দাপিয়ে নিজেদের সাফাই গাইছে কোম্পানিটি। কাস্টমারের নিরাপত্তা নিয়ে মোটেই চিন্তিত নয় তারা। আগের একাধিক মোবাইল বি স্ফো র ণে র বিষয়ে তারা কাস্টমারের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেয় বললেও বাস্তবতা ভিন্ন।
সৌরভ মৌর্য নামে একজন টুইটারে জানান তার Xiaomi স্মার্টফোন চার্জ করার সময় পুড়ে ছাই হয়ে গেছে। তিনি দাবি করেছেন যে ডিভাইসটি মাত্র ৪ মাস পুরানো । Xiaomi স্মার্টফোন-এর মতো ব্র্যান্ডের একটি স্মার্টফোন যদি এইভাবে বি স্ফো র ণ ঘটাতে পারে, তাহলে আজকাল স্মার্টফোনগুলি কতটা নিরাপদ। তিনি Xiaomi স্মার্টফোন ইন্ডিয়াকে ট্যাগ করেছেন এবং দাবি করেছেন যে আমরা সম্ভবত আমাদের হাতে একটি জীবন্ত বোমা ধরে রেখেছি, যেটি যেকোনো সময় বি স্ফো র ণ ঘটাতে পারে।
মুমিনুলের ছবি দিয়ে পুলিশের বিজ্ঞাপনে ভক্তদের মিশ্র প্রতিক্রিয়া
তার এ স্ট্যাটাসটির সঙ্গে বিস্ফোরিত রেডমি নোট ১০ প্রো(Redmi Note 10 pro) মোবাইলের ছবিও দিয়েছেন। সেখানে তার শুভাকাঙ্ক্ষীরা বিভিন্ন ধরনের কমেন্টস করেছেন। Xiaomi স্মার্টফোন কোয়ালিটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অনেকে। উল্লেখ্য ২০১৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত সেরা বিস্ফোরিত ফোনের তালিকায় প্রথমে রয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।