বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: গত বছর ডিসেম্বরে শাওমি তাদের শাওমি ১২ সিরিজের অধীনে চীনের বাজারে শাওমি ১২ , শাওমি ১২ এক্স এবং শাওমি ১২ প্রো স্মার্টফোন তিনটি উন্মোচন করে। আবার গতমাসে কিছু গ্লোবাল মার্কেটেও এই লাইনআপের ডিভাইসগুলি আত্মপ্রকাশ করেছে। বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল ভারতের বাজারে শাওমি ১২ প্রো ৫জিমডেলটি লঞ্চ করার প্রস্তুতি শুরু করেছে সংস্থা।
শাওমি ১২ প্রো ৫জি ৬.৭৩ ইঞ্চির ডাব্লিউকিউএইচডি+ (১,৪৪০x৩,২০০ পিক্সেল) স্যামসাং ই৫ অ্যামোলেড পাঞ্চ-হোল ডিসপ্লের সাথে গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশ করেছে, যা ১,৫০০ নিট পিক ব্রাইটনেস এবং ১২০ হার্টজ ডাইনামিক রিফ্রেশ রেট অফার করে। এই ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ ফ্ল্যাগশিপ প্রসেসর দ্বারা চালিত। এতে সর্বাধিক ১২ জিবি এলপিডিডিআর৫ র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ৩.১ স্টোরেজ পাওয়া যাবে।
ফটোগ্রাফির জন্য, শাওমি ১২ প্রো ৫জি-এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭০৭ প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেলের পোর্ট্রেট এবং ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স উপস্থিত রয়েছে। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য, ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর বর্তমান।
শাওমি ১২ প্রো ৫জি- এর কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে রয়েছে ৫জি, ওয়াই-ফাই ৬ই, ব্লুটুথ ভি৫.২, এনএফসি এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট। এছাড়াও, এতে একটি ইনফ্রারেড (IR) ব্লাস্টার উপলব্ধ। সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, শাওমি ১২ প্রো ৫জি-এ ৪,৬০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি দেওয়া হয়েছ যা ১২০ ওয়াট ওয়্যার্ড চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।