বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : শাওমি মোবাইল এবার অসাধারণ ফিচারের সাথে নতুন ফোন নিয়ে আসছে আমাদের মাঝে এবং সেই ফোনটি হল Xiaomi 12 Pro। এই ফোনটির ফিচার খুব সহজে সকলের নজর কাড়বে। এই মোবাইলটি হতে চলেছে শাওমি মোবাইলগুলোর মধ্যে অন্যতম সেরা ফোন।
এটি একটি হাই বাজেটের ফোন হতে চলেছে উক্ত কোম্পানীটির। এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে অত্যাধুনিক ক্যামেরা, প্রসেসরসহ নানাবিধ সুবিধা। প্রায় সব রকম সুযোগ সুবিধা মিলবে এই ফোনটিতে। চলুন দেখে নেওয়া যাক এই ফোনটির স্পেসিফিকেশন।
Xiaomi 12 Pro মোবাইলটিতে দেওয়া হয়েছে ৬.৭৩ ইঞ্চি বিশিষ্ট অ্যামোল্ড ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন দেওয়া হয়েছে ১৪৪০X৩২০০ পিক্সেল। উক্ত ফোনটির সাথে দেওয়া হয়েছে ১২০ হার্জ এর ডিসপ্লে রিফ্রেশ রেট যার ফলে ফোনটি খুব দ্রুত কাজ করবে। উক্ত ফোনটির পি পি আই ডেনসিটি দেওয়া হয়েছে ৫২১। এছাড়া এই ফোনটির সাথে নিরাপত্তার জন্য দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস।
এই মোবাইলটির ডিভাইস হবে ফ্যাবলেট টাইপের। এই ফোনটিতে ডুয়েল সিম ব্যবহার করা যাবে। এই মোবাইলটির আয়তন হবে ১৬৩.৬X৭৪.৬X৮.২ মিলিমিটার এবং ওজন হবে মাত্র ২০৪ গ্রাম।
Xiaomi 12 Pro ফোনটির চিপসেট দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ অক্টাকোর প্রসেসর। এছাড়া এর জি পি ইউ দেওয়া হয়েছে অ্যাড্রিনো ৭৩০। গেমিংসহ নানারকম সুবিধা মিলবে এই ফোনটিতে। উক্ত ফোনটির সাথে দেওয়া হয়েছে ৮/১২ জিবি র্যাম এবং ১২৮/২৫৬ জিবি ফোন স্টোরেজ। এই ফোনটিতে দেওয়া অ্যান্ড্রোয়িড ভার্সন ১২।
টিকটক থেকে দুই বোনের এক বছরে আয় প্রায় ৩ লাখ ডলার
৫ জি বিশিষ্ট হতে চলেছে এই ফোনটি। ইউ এস বি ও টি জি এবং টাইপ সি পোর্ট, পোর্ট ২.০ দেওয়া হয়েছে ফোনটিতে। এছাড়া ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক, ব্লুটুথ ৫.২, ওয়াইফাই ৬ সহ যাবতীয় সুবিধা। Xiaomi 12 Pro মোবাইলটিতে দেওয়া হয়েছে ৪,৬০০ মিলি অ্যাম্পিয়ার এর লিথিয়াম আয়ন এর ব্যাটারী। ব্যাটারীটি ভালই ব্যাকআপ দিবে। এছাড়া এখানে ফাস্ট চার্জিং এর জন্য দেওয়া হয়েছে ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং, ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং এবং ৫০ ওয়াটের রিভার্স চার্জিং। হার্ডওয়্যার সেকশনটি এখানে খুব ভাল দেওয়া হয়েছে।
Xiaomi 12 Pro তে দেওয়া হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাপ যার প্রাথমিক ক্যামেরাটি হবে ৫০ মেগাপিক্সেলের, একটি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং অপরটি হবে ৫০ মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর। এছাড়া সাথে দেওয়া হয়েছে একটি এল ই ডি ফ্ল্যাশ। উক্ত ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে ৩২ মেগাপিক্সেলের সেন্সর সাথে দেওয়া হয়েছে একটি এল ই ডি ফ্ল্যাশ।
উক্ত ক্যামেরা গুলোতে থাকবে এ আই ক্যামেরা, এইচ ডি আর, প্যানোরামা, পোরট্রেইট, গাইরো- ই আই এস, লেজার অটোফোকাস এবং ৮কে ভিডিও রেকর্ডিং এর সুবিধা। প্রত্যেক ক্যামেরাতেই ১০৮০ পি ৩০/৬০/১২০/২৪০/৯৬০ এফ পি এস এর ভিডিও রেকর্ডিং করা যাবে।
Xiaomi 12 Pro মোবাইলটির মূল্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশী মূল্য অনুযায়ী ৬৩,৮৫২ টাকা। কালো, নীল এবং বেগুনী রং এ পাওয়া যাবে ফোনটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।