Xiaomi 12 Series: শাওমির এখনও পর্যন্ত সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন
Qualcomm তাদের লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন চিপসেট Snapdragon 8 Gen 1 5G মাত্র কিছুদিন আগে লঞ্চ করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন এখনও পর্যন্ত মার্কেটে আসা চিপসেটের মধ্যে এটিই সবচেয়ে শক্তিশালী। এটি লঞ্চের আগে থেকেই খবর পাওয়া যাচ্ছিল নতুন পদ্ধতিতে চিপসেটের নামকরণ হবে এবং হয়েছেও তাই। কোয়ালকমের নতুন চিপসেট লঞ্চ হওয়ার সাথে সাথে বিভিন্ন স্মার্টফোন কোম্পানি এই লেটেস্ট ফ্ল্যাগশিপ চিপসেটযুক্ত তাদের আপকামিং স্মার্টফোনের মার্কেটিং শুধু করে দিয়েছে।
ইতিমধ্যে Realme ঘোষণা করেছে Snapdragon 8 Gen 1 5G দিয়ে Realme GT 2 Pro ফোনটি লঞ্চ করবে। অন্যদিকে Xiaomi ঘোষণা করেছে তাদের Xiaomi 12 এই চিপসেট দিয়ে আসবে। শাওমির একটি টুইটের মাধ্যমে জানিয়েছে তারাই সবার আগে Snapdragon 8 Gen 1 চিপসেটযুক্ত স্মার্টফোন বাজারে নিয়ে আসবে। এছাড়া জানা গেছে এই সিরিজের ফ্ল্যাগশিপ ডিভাইসগুলিতে শাওমি – এর পরবর্তী প্রজন্মের কাস্টম ওএস, MIUI 13 দেখা যেতে পারে।
শাওমি (Xiaomi) তাদের নতুন ফ্ল্যাগশিপ সিরিজ Xiaomi 12 Series খুব শীঘ্রই বাজারে নিয়ে আসতেছে। ভিবিন্ন লিক থেকে জানা গেছে ডিসেম্বরের শেষই লঞ্চ হতে পারে শাওমি ১২। নতুন একটি রিপোর্টেও একই দাবি করা হয়েছে। পাশাপাশি এই রিপোর্ট থেকে জানা গেছে, ২৮ ডিসেম্বর এই সিরিজের তিনটি ফোন Xiaomi 12, Xiaomi 12X ও Xiaomi 12 Pro লঞ্চ হবে।
Xiaomi 12 সিরিজের তিনটি স্মার্টফোন একসাথে বাজারে পাওয়া যাবে
জনপ্রিয় টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন ( Digital Chat Station) মাইক্রোব্লগিং সাইট Weibo- তে সম্প্রতি পোস্ট করে জানিয়েছেন, L3A, L3 ও L2 – কোডনেমের শাওমি -এর তিনটি স্মার্টফোন সম্ভবত একসাথে লঞ্চ হতে চলেছে। মনে করা হচ্ছে এই কোডনেমগুলি যথাক্রমে শাওমি ১২, শাওমি ১২এক্স ও শাওমি ১২ প্রো -এর হতে পারে। গত সপ্তাহে প্রকাশ্যে আসা কোম্পানির একটি অভ্যন্তরীণ নথি থেকে জানা গিয়েছিল, আগামী ২৮ ডিসেম্বর শাওমি একটি প্রেস কনফারেন্সের আয়োজন করতে চলেছে যেখানে শাওমির পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ ফোনগুলি লঞ্চ করা হবে।
Xiaomi Redmi Note 11 Pro Max: নামের মতোই বড় ডিসপ্লের পারফেক্ট ফোন
Xiaomi 12 সিরিজই হতে পারে শাওমির এখনও পর্যন্ত সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন
Xiaomi 12 সিরিজ সম্পর্কে আগেই জানা গিয়েছিল, এই ফোনে কোয়ালকমের পরবর্তী প্রজন্মের প্রসেসর, স্ন্যাপড্রাগন ৮ জেন ১ দেওয়া হতে পারে। তারপর আবার এক টিপস্টার জানান, শাওমি ১২ সহ এবছর লঞ্চ হতে চলা সংস্থার কোনও ফোনে কোয়ালকমের নতুন প্রসেসর ব্যবহার করবে না। তবে সেই খবর মিথ্যে করে শাওমি সম্প্রতি টুইট করে জানিয়েছে, Xiaomi 12-ই সংস্থার প্রথম ফোন, যেটিতে স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর ব্যবহার করা হবে। তবে Xiaomi 12X ফোনটিতে কোয়ালকমের আরও একটি ফ্ল্যাগশিপ প্রসেসর, স্ন্যাপড্রাগন ৮৭০ (Snapdragon 870) থাকতে পারে বলে জল্পনা রয়েছে।
অন্য একটি খবর থেকে জানা যাচ্ছে শাওমি ১২ সিরিজের পাশাপাশি, ২৮ ডিসেম্বর কোম্পানির নতুন কাস্টম অপারেটিং সিস্টেম MIUI 13- ও লঞ্চ হতে পারে। মনে করা হচ্ছে নতুন সিরিজের প্রতিটি ফোনই রান করবে এই কাস্টম স্কিনে। তবে কেবল বেস মডেল, Xiaomi 12 চলতে পারে অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে। কিন্তু Xiaomi 12X মডেলটিতে থাকতে পারে অ্যান্ড্রয়েড ১১। তবে এটি ভবিষ্যতে অ্যান্ড্রয়েড ১২ আপডেট পাবে।
Xiaomi 12 সিরিজের ক্যামেরা সেটআপ
গত মাসে Xiaomi 12 সিরিজের ফোনের ক্যামেরা সম্পর্কে বেশকিছু তথ্য পাওয়া গেছে। এই ফোনের রিয়ার প্যানেলে থাকতে পারে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, পেরিস্কোপ সহ আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও টেলিফোটো লেন্স।
ফুল এইচডি+ ডিসপ্লে ও ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সুবিদাও শাওমি ১২ সিরিজের ফোনে থাকতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।