Xiaomi 12 Ultra: ক্যামেরায় বড় চমক থাকছে
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : শাওমি ১২-এর আল্ট্রার ভার্সনে থাকছে নতুন চমক। আসছে জুলাই মাসের শেষের দিকে স্মার্টফোনটি বাজারে আসবে। তথ্য টেকরাডার।
Nokia/Vivo-Zeiss, Huawei-Leica, কিংবা OnePlus-Hassselblad, একটি ক্যামেরা প্রস্তুতকারী সংস্থা এবং একটি স্মার্টফোন ব্র্যান্ডের মধ্যে পার্টনারশিপ কোনও নতুন বিষয় নয়। প্রযুক্তি ও কারিগরির নিরিখে স্মার্টফোনের ক্যামেরা যাতে ব্যবহারকারীদের মনে বিশেষ ছাপ ফেলতে পারে, সেই লক্ষ্যেই খ্যাতনামা ডিজিটাল ক্যামেরা লেন্স প্রতিষ্ঠানগুলির সাথে জোট বাঁধতে দেখা যায় নানা স্মার্টফোন ব্র্যান্ডকে। এক টিপস্টারের রিপোর্ট অনুযায়ী, Xiaomi 12 Ultra ফ্ল্যাগশিপ ফোনের ক্যামেরার জন্য শাওমি এবং Leica গাঁটছড়া বাঁধতে চলেছে। আশা করা যাচ্ছে Xiaomi 12 Ultra ফোনে ক্যামেরাতে নতুন কিছু দেখা যাবে।
শাওমিইউআই ও ডিজিটাল চ্যাট স্টেশনের তথ্যানুযায়ী, শাওমির অভ্যন্তরীণ ডাটাবেজে ১২ আল্ট্রার তথ্য দেখা গেছে। এল২এস কোডনেমে ও আলাদা মডেল নাম্বারে স্মার্টফোন লিপিবদ্ধ করা হয়েছে। দুটি সূত্রই ২০২২ সালের তৃতীয় প্রান্তিকে শাওমি ১২ আল্ট্রা বাজারজাতের ইঙ্গিত দিয়েছে। সে হিসাবে জুলাই, আগস্ট বা সেপ্টেম্বরের দিকে স্মার্টফোনটি আসতে পারে। গত মার্চে বাজারে শাওমি এমআই ১১ আল্ট্রা বাজারজাত করেছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠানটি। সে হিসাবে চলতি বছর নতুন স্মার্টফোন আসার সূচি অনেকটাই পিছিয়ে গেছে।
সূত্র দুটির তথ্যানুযায়ী, প্রযুক্তিবিদ ও বিশ্লেষকরা একটা সময় শাওমি ১২ আল্ট্রা বাজারজাতের আশা ছেড়ে দিয়েছিলেন। কিছু সূত্র জানিয়েছিল শাওমি মিক্স প্রো নামে এটি বাজারে আসতে পারে। কেননা এর আগের বছর এমআই মিক্স ৪ নামে নতুন স্মার্টফোন উন্মোচন করা হয়েছিল। শাওমির সব স্মার্টফোন সম্পর্কে তথ্য সংগ্রহ করা একটি কঠিন। কেননা অধিকাংশ স্মার্টফোন চীনের বাইরে বিশ্ববাজারে আসে না। ২০২১ সালের ডিসেম্বরেই শাওমি ১২ ও ১২ প্রো আত্মপ্রকাশ করেছে। কিন্তু বিশ্ববাজারের গ্রাহকরা এখনো স্মার্টফোন দুটির জন্য অপেক্ষা করছে।
১ লাইসেন্সে ৩ সেবা চালুতে বেপরোয়া তদ্বির চালাচ্ছেন নগদ সম্পর্কিত উদ্যোক্তারা
টিপস্টারদের তথ্যানুযায়ী, চলতি মাস বা মার্চ নাগাদ বাজারে শাওমি ১২ স্মার্টফোনটি উন্মোচন হতে পারে। সে হিসাবে ১২ আল্ট্রা ভ্যারিয়েন্টটি বাজারে আসতে আরো কয়েক মাস সময় লাগবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।