বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ফোন কেনার আগে সবার আগে চোখ যায় ক্যামেরার দিকে। ঠিকঠাক ছবি না উঠলে যত ভালোই স্পেসিফিকেশন থাক না কেন সেই ফোনে খুব বেশি মানুষ আগ্রহ দেখান না। আর এই কারণে আইফোন ও স্যামসাংয়ের মডেলের এত ক্রেজ।
শাওমির বিভিন্ন ফোনে দুর্দান্ত ফিচার্স থাকলেও ক্যামেরার জন্যই অনেক সময় প্রিমিয়াম ব্র্যান্ডের কাছে হার মানতে হয় সিনা সংস্থাকে। যদিও এবার ক্যামেরা ভালো করতে কোমর বেঁধে নামছে বেজিংয়ের কোম্পানিটি। এই জন্য জনপ্রিয় ক্যামেরা ও লেন্স প্রস্তুতকারী সংস্থা Leica-র সঙ্গে হাত মিলিয়েছে Xiaomi। দীর্ঘমেয়াদী এই চুক্তিতে Xiaomi-কে মোবাইল ক্যামেরা তৈরিতে সাহায্য করবে জার্মান ক্যামেরা প্রস্তুতকারী সংস্থাটি।
এক বিবৃতিতে কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, “স্মার্টফোন ফটোগ্রাফির দুনিয়ায় যুগান্তকারী বিপ্লব আনছে Xiaomi। সংস্থার ঝুলিতে AI অ্যালগোরিদম ও গবেষণার বিপুল অভিজ্ঞতা রয়েছে। অপটিকাল ইঞ্জিনিয়ারিং, ডিজাইন, ইমেজিং সফটওয়্যার ও গ্রাহকের অভিজ্ঞতায় ভরপুর Leica-র সঙ্গে হাত ফটোগ্রাফি শিল্পের জন্য মিলিয়েছে কোম্পানি। গ্রাহকের ফটোগ্রাফির অভিজ্ঞতাকে অন্য উচ্চতায় নিয়ে যেতে সেরা ছবি তুলতে Leica-র সাহায্য নেবে Xiaomi।”
Xiaomi 12S Ultra-তে Android 13 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI স্কিন চলবে। এই ফোনে Snapdragon 8+ Gen চিপসেট দিয়েছিল Xiaomi। 6.73 ইঞ্চি 2K AMOLED ডিসপ্লেতে রয়েছে 120 Hz রিফ্রেশ রেট। এই ফোনের ডিসপ্লেতে HDR 10+ সাপোর্ট পাবেন।
Xiaomi 12S Ultra-র ক্যামেরায় 50 MP 1 ইঞ্চি Sony IMX989 সেন্সর দিয়েছিল Xiaomi। Leica-র সঙ্গে হাত মিলিয়ে এই ক্যামেরা তৈরি করেছিল বেজিংয়ের সংস্থাটি। প্রাইমারি ক্যামেরায় ছিল অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট। এছাড়াও এই ফোনে 48 MP আলট্রা ওয়াইড ক্যামেরা দিয়েছিল Xiaomi। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ছিল 32 MP ক্যামেরা। Leica M সিরিজের সেন্স এই ফোনে লাগিয়ে ছবি তোলা সম্ভব। অর্থাৎ DSLR ও মিররলেস ক্যামেরার মতো লেন্স বদল করা যাবে এই ফোনে। প্রযুক্তির আদানপ্রদানের মাধ্যমে Xiaomi-কে মোবাইল ক্যামেরা আরও ভালো বানাতে সাহায্য করবে জার্মান ক্যামেরা প্রস্তুতকারী সংস্থা Leica।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।