Xiaomi 12S Ultra ও Samsung Galaxy S22 Ultra উভয়ই তাদের জায়গায় সেরা। এজন্য ক্রেতারা বিভ্রান্তিতে পড়তে পারেন যে তার কোন স্মার্টফোনটি নেওয়া উচিত। আজ আর্টিকেলে এ নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
শাওমি ১২এস আলট্রাতে বড় লেন্সের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। অনেক দূর পর্যন্ত জুম করতে পারে৷ লো লাইটে ভালো ছবি আসে। স্যামসাং এ কাছাকাছি মানের একই ফিচার রয়েছে।
শাওমি এর প্রসেসর ও ফার্স্ট চার্জিং সক্ষমতা স্যামসাং এর তুলনায় ভালো হবে। তবে ব্যাটারির দিকটি বিবেচনা করলে স্যামসাং এগিয়ে থাকবে। ক্যামেরা জুম এর দিক থেকে স্যামসাং এগিয়ে থাকবে। তবে শাওমির সেন্সর স্যামসাং থেকেও বড়।
স্যামসাং এর ফোনটি চওড়া। শাওমিরটি এতোটা নয়। রেজুলেশন ও রিফ্রেশ রেট এর দিক থেকে ২ টিই সমান অবস্থানে আছে। ১৪৪০পি রেজুলেশন ব্যবহার করা হয়েছে। ব্রাইটনেস স্যামসাং এর হ্যান্ডসেটে বেশি থাকবে। তবে ২টি সেটেই water ও dust proof সক্ষমতা আছে। স্যামসাং এর ফোনে স্টাইলাস পেন পেয়ে যাবেন। শাওমিতে এটি অনুপস্থিত।
শাওমির প্রসেসর সবথেকে শক্তিশালী। কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 1 ব্যবহার করা হয়েছে। আর স্যামসাং এ দিক থেকে বেশ পিছিয়ে আছে। তবে আমেরিকার বাহিরের দেশে স্যামসাং আরও নিম্নমানের প্রসেসর ব্যবহার করবে যা একটি নেতিবাচক দিক।
শাওমি দাবি করছে তাদের নতুন স্মার্টফোনে cpu ও gpu উভয় ১০ শতাংশ performance boost দিবে। এদিক থেকে স্যামসাং একটু পিছিয়ে থাকবে। তবে সফটওয়ার আপডেটের দিক থেকে শাওমির তুলনায় স্যামসাং এ সাপোর্ট বেশি পাওয়া যাবে।
শাওমির মেইন ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল। আর স্যামসাং এর ১০৮ মেগাপিক্সেল। শাওমির ফ্রন্ট ক্যামেরা ৩২ মেগাপিক্সেল ও স্যামসাং এর ৪০ মেগাপিক্সেল৷ স্যামসাং এর মতো কোয়ালিটিসম্পন্ন টেলিফোটো লেন্স শাওমিতে নেই।
শাওমিতে ৪৮৬০ মেগাহার্জ এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে। আর স্যামসাং এ ৫০০০ মেগাহার্জ ইন্সটল করা থাকবে। শাওমি ও স্যামসাং উভয়তেই ৮ জিবি র্যাম ব্যবহার করা হয়েছে। স্টোরেজ শাওমিতে ২৫৬ ও স্যামসাং এ ১২৮ জিবি পেয়ে যাবেন। শাওমি 12S Ultra ফোনটির দাম ৮৫ হাজার টাকা ও স্যামসাং 22S Ultra ফোনটির দাম ১ লক্ষ ১৪ হাজার টাকা। দামের কথা বিবেচনা করলে শাওমি আপনার জন্য বেস্ট অপশন হতে পারে। নির্ভরযোগ্যতার কথা বিবেচনা করলে স্যামসাং এগিয়ে থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।