বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ক্যামেরা সেন্সরে বিপ্লব আনছে শাওমি। এই ফোনে 200 MP ক্যামেরা থাকবে। সঙ্গে থাকবে Snapdragon 8+ Gen 1 চিপসেট। আর কী কী থাকছে?
স্মার্টফোন ক্যামেরায় বিপ্লব আনতে চলেছে শাওমি। শীঘ্রই এক Xiaomi ফোনে 200 MP ক্যামেরা দেখা যাবে। সম্প্রতি Xiaomi 12T Pro ফোনটি Google Play Console লিস্টিংয়ে দেখা গিয়েছে। জানা গিয়েছে এই ফোনে Snapdragon 8+ Gen 1 চিপসেট ব্যবহার হবে। FCC সহ একাধিক সার্টিফিকেশন ওয়েবসাইটে এই ফোন দেখা গিয়েছে।
যে কোন দেশে ফোন লঞ্চের আগে নির্দিষ্ট সার্টিফিকেশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। লঞ্চের আগে সেখানে হাজির হয় ফোনগুলি। মার্কিন যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ডের সার্টিফিকেশন ওয়েবসাইটে Xiaomi 12T Pro-র দেখা মিলেছে। রিপোর্টে জানানো হয়েছে এই ফোনে 200 MP ক্যামেরা ও 120 W ফাস্ট চার্জ সাপোর্ট থাকতে পারে।
সম্প্রতি এক ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী এই ফোনে Snapdragon 8+ Gen 1 চিপসেট। ব্যবহার হবে। সঙ্গে থাকবে Adreno 730 GPU। এই ফোন লঞ্চের সময় চলবে Android 12 অপারেটিং সিস্টেমের উপরে চলবে সংস্থার MIUI 13 স্কিন। সঙ্গে থাকছে 12 GB RAM।
রিপোর্টে জানানো হয়েছে 8 GB RAM + 128 GB স্টোরেজ, 8 GB RAM + 256 GB স্টোরেজ ও 12 GB RAM + 256 GB স্টোরেজে বিক্রি হবে Xiaomi 12T Pro। 5G সাপোর্ট ছাড়াও এই ফোনে থাকবে 4G কানেক্টিভিটি, ডুয়াল সিম ও NFC সাপোর্ট।
এদিকে চিনের সার্টিফিকেশন ওয়েবসাইটেও এই ফোন দেখা গিয়েছে। সেখানে জানানো হয়েছে এই ফোনে Snapdragon 8+ Gen 1 প্রসেসর থাকবে। সঙ্গে থাকবে 120 W ফাস্ট চার্জিং।
এক ফরাসি পত্রিকায় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী Xiaomi 12T Pro -তে থাকতে চলেছে 200 MP ক্যামেরা সেন্সর। সম্প্রতি একাধিক রিপোর্টে জানানো হয়েছিল 200 MP ক্যামেরা সহ লঞ্চ হতে পারে Redmi K50S Pro। মনে করা হচ্ছে সেই ফোনের নাম বদলে Xiaomi 12T Pro বাজারে আসতে পারে। কয়েক মাসের মধ্যেই এই ফোন বিশ্বের একাধিক দেশে লঞ্চ এই ফোন লঞ্চ হয়ে যাবে বলে রিপোর্টে জানানো হয়েছে।
মঙ্গলগ্রহ থেকে পৃথিবীতে আসলো এই বালক, দাবি শুনে থমকে গেল নেটিজেনরা
তবে শুধু শাওমি নয়, 200 MP ক্যামেরার স্মার্টফোন আনছে Motorola-ও। শীঘ্রই 200 MP ক্যামেরা সহ ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge 30 Ultra। সেপ্টেম্বরে লঞ্চ হতে পারে এই স্মার্টফোন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।