Xiaomi 12 Ultra ও Xiaomi 12S এবং Xiaomi 12 PRO এর পর Xiaomi 12T বাজারে রিলিজ হতে যাচ্ছে। ২০২২ সালের আগস্ট মাসেই এই ফোনটি বাজারে আসবে বলে আশা করা হচ্ছে।
Xiaomi 12T FCC এর সার্টিফিকেশন পেয়েছে। NFC ও ফাইভ জি এর সাপোর্ট থাকবে এ ডিভাইসে। এ স্মার্টফোনে Android 12 ইন্সটল দেওয়া থাকবে ও MIUI এর সাপোর্ট থাকবে। MIUI এর সর্বশেষ ভার্সনটিই এখানে ইন্সটল করা থাকবে যা MIUI 13 নামে পরিচিত।
৮ জিবি র্যাম এর সাথে ১২৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ এর ২ টি ভ্যারিয়েন্ট বাজারে পাওয়া যাবে। তবে ৮ জিবি র্যামের উপরে এই হ্যান্ডসেটের কোন ভার্সন থাকবে কিনা বিষয়টি নিশ্চিত নয়। তবে না থাকার সম্ভাবনাই বেশি। ৪ বা ৬ জিবির র্যামের কোন ভার্সন থাকছে না আবার ৮ জিবির উপরেও থাকার কোন সম্ভাবনা নেই।
এই মডেলে মিডিয়াটেকের প্রসেসর ব্যবহার করা হবে। 11T মডেলেও মিডিয়াটেকের প্রসেসর ব্যবহার করা হয়েছিলো। শাওমি তাদের T সিরিজে কখনও ফ্ল্যাগশিপ প্রসেসর ব্যবহার করেনি। তবে এর আগেই শাওমির ফ্ল্যাগশিপ ডিভাইসে স্ন্যাপ ড্রাগন 865 এর মতো শক্তিশালী প্রসেসর ব্যবহার করা হয়েছিল। উদাহরণ হিসেবে শাওমি Mi 10 ও শাওমি 10T মডেলের ফোনের কথা বলা যেতে পারে।
শাওমির লক্ষ্য হচ্ছে টি সিরিজের মোবাইল গুলি মিড রেঞ্জের মধ্যে রাখতে। কেননা মধ্যবিত্ত মানুষকে টার্গেট করেই এই স্মার্টফোন বাজারে ছাড়া হয়েছে। এজন্য তারা খরচ বাঁচাতে মিডিয়াটেক প্রসেসর দিয়েই কন্টিনিউ করতে চাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।