Xiaomi 12 Ultra বা Xiaomi 12U সম্ভাব্য দাম সহ প্রাথমিক ফিচার
বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোন কোম্পানি গুলোর মধ্যে অন্যতম শাওমি। এই কোম্পানিই প্রথম বাজেট স্মার্টফোন দিয়ে সারা পৃথিবীতে এন্ড্রয়েড ফোন প্রেমীদের মন জয় করে নিয়েছিল। শাওমি শুরু থেকেই তাদের স্মার্টফোন লাইন অ্যাপে কম দামে ভালো স্পেসিফিকেশনের ফোন রেখে আসছে। অনেক বছর ধরে শাওমি কম এবং মধ্যম বাজেটের ফোন দিয়ে বাজার দখল করে রেখেছিল কিন্তু সম্প্রতি শাওমিকে দেখা যাচ্ছে বড় বাজেটের প্রিমিয়াম ফ্লাগশিপ ফোন নিয়েও কাজ করতে।
সম্প্রতি Xiaomi 12 Ultra নামের একটি ফোনের অনেক তথ্য অনলাইনের ভিবিন্ন মাধ্যমে পাওয়া যাচ্ছে যা থেকে বোঝা যাচ্ছে শাওমি এই ফোন দিয়ে অ্যান্ড্রয়েড স্মার্টফোন জগতে নতুন এক ধারণা সৃষ্টি করবে। এই ফোনে ক্যামেরা, ডিজাইন, ব্যাটারি এবং অন্যান্য ফিচারে থাকবে সবচেয়ে আধুনিক উদ্ভাবন এবং নতুনত্ব।
শাওমির সুপার ফ্লাগশিপ প্রিমিয়াম স্মার্টফোন Xiaomi 12 Ultra খুব সম্ভবত ২০২২ সালের অন্যতম সেরা স্মার্টফোন হতে যাচ্ছে। আশা করা যাচ্ছে গ্লোবাল মার্কেটে ফোনটি ২০২২ সালের মাঝামাঝিতে পাওয়া যাবে। যদিও চায়না মার্কেটে ফোনটি আরো আগেই লঞ্চ হতে পারে।
Xiaomi 12 Ultra ফোনটি সবচেয়ে আধুনিক চিপ Snapdragon 8 Gen 1 দিয়ে আসতে পারে যদিও নতুন তথ্য থেকে জানা গেছে Snapdragon 8 Gen 1+ যা Snapdragon 8 Gen 1 এর পরবর্তী ভার্সন দিয়ে আসতে পারে। কারণ Snapdragon 8 Gen 1 চিপে বেশ কিছু প্রবলেম ছিল যেগুলো ইম্প্রুভ করে নতুন ভার্সন Snapdragon 8 Gen 1+ করা হয়েছে। এই ফোনটি সাম্প্রতিক শুধু শাওমির নয়, অন্যান্য সকল ব্র্যান্ডের ফোনগুলো থেকে প্রিমিয়াম রাখার জন্য শাওমি সব ধরনের নতুন প্রযুক্তি দিয়ে নিয়ে আসবে বলে ধারণা পাওয়া যাচ্ছে।
এই ফোনের সবচেয়ে রিমার্কেবল ফিচার হতে পারে এর ক্যামেরা। ইন্টারনেটে বিশ কিছু লিক থেকে জানা গেছে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সহ ফোনটিতে থাকতে পারে ফাইভএক্স অপটিক্যাল জুম।
শাওমি তাদের Xiaomi 12U বা Xiaomi 12 Ultra ফোনে নতুন প্রযুক্তির ব্যাটারি নিয়ে আসতে পারে যেখানে ব্যাটারি সাইজ ছোট হবে যাতে অনেক বেশি পাওয়ারও দেওয়া যাবে এবং ফাস্ট চার্জিং প্রযুক্তিও আরো ভালো এবং পরিপূর্ণভাবে কাজ করবে। ফোনটি ১২০ ওয়াট ফার্স্ট চার্জিং সাপোর্ট করবে।
এমন একটি সুপার ফ্লাগশিপ প্রিমিয়াম স্মার্টফোনের দাম অবশ্যই কম হওয়ার কথা না। জানা গেছে ফোনটি চায়না মার্কেটে $৯৫০ এবং গ্লোবাল মার্কেটে প্রাইস বেড়ে হয়তো $৯৯৯ ডলার পর্যন্ত যেতে পারে।
বাজারে স্বল্পমূল্যে পাওয়া যাচ্ছে স্যামসাংয়ের Galaxy A13 4G স্মার্টফোন
Xiaomi 12U
সম্ভবত শাওমি মডেলের নাম ছোট করে Xiaomi 12 Ultra এর পরিবর্তে Xiaomi 12U নাম দিয়ে বাজারে আসতে পারে। সম্প্রতি কোম্পানির এক ঊর্ধ্বতন কর্মকর্তা কোন এক অনুষ্ঠানে এরকমই হিন্ট দিয়েছেন। এর কারণ হচ্ছে তাদের কিছু ফোনের মডেল নেম এত বড় হয়ে গিয়েছে যে অনেকের কাছে পছন্দ নয় বা নাম মনে রাখাও কঠিন। যে কারণে তারা চাচ্ছে প্রিমিয়াম ফ্লাগশিপ ফোনগুলোর নাম যতটা সম্ভব ছোট রাখার জন্য।
চারদিকে যতো রিউমার শোনা যাচ্ছে এবং শাওমির কর্মকর্তাদের বিভিন্ন ইঙ্গিতপূর্ণ বক্তব্য থেকে বুঝা যাচ্ছে তারা ২০২২ সালের সবচেয়ে আলোচিত ফোন নিয়ে আসতে যাচ্ছে। আমরাও আশা করতেছি Xiaomi 12U বা Xiaomi 12 Ultra হবে ২০২২ সালের সেরা ফোনগুলোর মধ্যে একটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।