২০২২ সালের ডিসেম্বরে চীনে লঞ্চ হয়েছিল Xiaomi 13 ও Xiaomi 13 Pro। এর মধ্যে ভারতে লঞ্চ হতে চলেছে Xiaomi 13 Pro। বিগত কয়েক সপ্তাহ ধরেই ভারতেই এই ফোন লঞ্চ ঘিরে জল্পনা শুরু হয়েছিল। অবশেষে কোম্পানির নতুন ফ্ল্যাগশিপ ফোন ভারতে লঞ্চের দিনক্ষণ জানিয়ে দিল Xiaomi। বেজিংয়ের সংস্থাটি জানিয়েছে ২৬ ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হবে Xiaomi 13 Pro।
Xiaomi 13 Pro – তে থাকবে Snapdragon 8 Gen 2 চিপসেট। এর আগে iQoo 11 5G, OnePlus 11 5G ও Samsung Galaxy S23 সিরিজের ফোনগুলিতে Qualcomm – এর এই শক্তিশালী চিপসেট ব্যবহার হতে দেখা গিয়েছিল।
ইতিমধ্যেই ভারতের সার্টিফিকেশন ওয়েবসাইট BIS – এ এই ফোন দেখা গিয়েছে। সম্প্রতি প্রকাশিত অন্য এক রিপোর্টে জানা গিয়েছিল মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2023 (MWC 2023) ইভেন্ট থেকে বিশ্ব বাজারে এই ফোন লঞ্চ করতে পারে Xiaomi।
ইতিমধ্যেই চিনে লঞ্চ হয়েছে Xiaomi 13 Pro। সেখান থেকেই এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে ধারণা পাওয়া গিয়েছে। চিনে Xiaomi 13 Pro – তে Android 13 অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির MIUI 14 স্কিন। কোম্পানির ফ্ল্যাগশিপ ফোনে রয়েছে 6.72 ইঞ্চি QHD+ কার্ভড AMOLED ডিসপ্লে। সেখানে Dolby Vision – এর সঙ্গেই থাকছে HDR 10+ সাপোর্ট। এছাড়াও পাবেন 120 Hz রিফ্রেশ রেট। এই ফোনে রয়েছে Qualcomm – এর সবথেকে শক্তিশালী প্রসেসর Snapdragon 8 Gen 2। সঙ্গে পাবেন 12 GB LPDDR5X RAM।
ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেট আপ দিয়েছে Xiaomi। সেখানে থাকছে 50 MP প্রাইমারি ক্যামেরা। অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট রয়েছে এই ফোনের প্রাইমারি ক্যামেরায়। এছাড়াও ফোনের পিছনে থাকছে একটি 50 MP আলট্রা ওয়াইড ক্যামেরা। সেলফির জন্য 32 MP ফ্রন্ট ক্যামেরা দিয়েছে Xiaomi।
‘বাবা পুলিশে আছে, গুলি করে আপনাকে উড়িয়ে দেবে’, শিক্ষিকাকে হুমকি খুদের
Xiaomi 13 Pro – রে রয়েছে 512 GB UFS 4.0 স্টোরেজ। এই ফোনে 4,820 mAh ব্যাটারি থাকছে। 120 W ফাস্ট চার্জিংয়ের সঙ্গেই এই ফোনে রয়েছে 50 W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। এই ফোনের স্পিকারে Dolby Atmos সাপোর্ট রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।